নয়াদিল্লি: কাল থেকে শুরু হচ্ছে সংসদের বাদল অধিবেশন। তার আগে গোরক্ষকদের তাণ্ডব রুখতে ফের কড়া বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সর্বদল বৈঠকে তিনি বলেছেন, ‘দেশে গোরক্ষার জন্য আইন আছে। ব্যক্তিগত শত্রুতার কারণে গোরক্ষার নামে অপরাধ মেনে নেওয়া হবে না। রাজ্য সরকারগুলিকে কড়া ব্যবস্থা নিতে বলা হয়েছে। কাউকে নিজের হাতে আইন তুলে নিতে দেওয়া হবে না।’


গত মাসেও গোরক্ষকদের বিরুদ্ধে কড়া বার্তা দিয়েছিলেন মোদী। কিন্তু তারপরেও দেশের একাধিক জায়গায় গোরক্ষকদের তাণ্ডব দেখা গিয়েছে। দেশজুড়ে সমালোচনার মধ্যেই আজ ফের এ বিষয়ে সরব হলেন প্রধানমন্ত্রী। তাঁর অভিযোগ, কয়েকটি রাজনৈতিক দল নিজেদের স্বার্থে গোরক্ষাকে ধর্মীয় বিষয় বলে দাবি করছে। এতে দেশের ধর্মনিরপেক্ষ ভাবমূর্তির ক্ষতি হচ্ছে। গোরক্ষাকে রাজনৈতিক বা ধর্মীয় রঙ দেওয়া ঠিক নয়। এতে দেশের কোনও লাভ হবে না।

গোরক্ষকদের তাণ্ডব, জিএসটি সহ বিভিন্ন বিষয় নিয়ে বিরোধী দলগুলি সংসদের বাদল অধিবেশনে সরব হবে বলেই মনে করছে রাজনৈতিক মহল। ফলে রাজ্যসভা ও লোকসভা উত্তপ্ত হয়ে ওঠার সম্ভাবনা রয়েছে। তার আগে জিএসটি চালু করার ক্ষেত্রে সাহায্য করার জন্য বিরোধীদের ধন্যবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রী।