নয়াদিল্লি: লোকসভায় রাহুল গাঁধীর জন্য সামনের সারির আসন দাবি করার খবর অস্বীকার কংগ্রেসের। এমন খবর ‘প্রোপাগান্ডা’ বলে উড়িয়ে দিয়েছে তারা। সংবাদমাধ্যমে সম্প্রতি খবর বেরয় যে, লোকসভায় রাহুলের জন্য সামনের সারিতে একটি অতিরিক্ত আসন চেয়েছে কংগ্রেস, তবে সরকার তা খারিজ করে দিয়েছে। কিন্তু লোকসভায় কংগ্রেসের নেতা অধীর চৌধুরি মিডিয়ায় বেরনোর খবরের সত্যতা নাকচ করে জানিয়েছেন, কংগ্রেস কখনই দলের শীর্ষ নেতার জন্য সামনের সারির আসন চায়নি।



অধীর ট্যুইট করেন, রাহুলজি বা কংগ্রেস দল, কারও পক্ষ থেকেই রাহুল গাঁধীজির জন্য ‘ফ্রন্ট রো’-এর আসনের দাবি করা হয়নি। আমরা রাহুল গাঁধীজির জন্য ৪৬৬ নম্বর আসনের প্রস্তাব দিয়েছি। মিথ্যা প্রচার থেকে বিরত থাকুন।