এবার ফের নিজেদের সম্পর্কটাকে অফিসিয়াল করলেন বিরুষ্কা। নিজের ইন্সটাগ্রামের প্রোফাইল পিকচার বদলে ফেললেন বিরাট। তাঁর এবং অনুষ্কার একসঙ্গে এই ছবিটি দিলেন প্রোফাইলের ডিপিতে।
মাঝে সম্পর্কে ভাঙনের পর সেভাবে আর প্রকাশ্যে আসছিলেন না এই যুগল। তারপর গত বছর ডিসেম্বর যুবরাজের বিয়েতে তাঁদের একসঙ্গে দেখা যায়। নারী দিবস উপলক্ষে অনুষ্কার জন্যে বিশেষ বার্তাও দিয়েছিলেন কোহলি। সেখানে তিনি তাঁর জীবনের দুই লড়াকু মহিলার কথা উল্লেখ করেছিলেন। সেখানে কোহলি মায়ের কথা উল্লেখ করে বলেন, তাঁর পরিবারের সবচেয়ে কঠিন সময় সংসারের হাল ধরেছিলেন তাঁর মা। তাই তাঁকে কুর্নিশ জানিয়েছিলেন ছেলে। আর কুর্ণিশ জানিয়েছিলেন অনুষ্কাকে। যিনি বদলে যাওয়া সমাজ এবং সত্যের জন্যে প্রতিদিন লড়াই করছেন।
ভ্যালেন্টাইনস ডে-র দিন তাঁর ভ্যালেন্টানের জন্যে পাঠিয়েছিলেন বিশেষ বার্তা। সম্প্রতি আহত বিরাটকে দেখতে অনুষ্কাকে বেঙ্গালুরুতে দেখা যায়।