ইম্ফল: সদ্যপ্রয়াত বিজ্ঞানী স্টিফেন হকিং বলেছিলেন, বেদে এমন তত্ত্ব আছে, যা অ্যালবার্ট আইনস্টাইনের e=mc^2 বা আপেক্ষিকতাবাদের তুলনায় উন্নত। মণিপুরের রাজধানী ইম্ফলে আজ থেকে শুরু হওয়া ১০৫-তম ভারতীয় বিজ্ঞান কংগ্রেসের উদ্বোধনী অনুষ্ঠানে এই মন্তব্য করেছেন বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী হর্ষবর্ধন। তিনি বলেছেন, ‘আমরা সম্প্রতি বিশ্বখ্যাত বিজ্ঞানী ও মহাবিশ্বতত্ত্ববিদ স্টিফেন হকিংকে হারিয়েছি। তিনি বলেছিলেন, বেদে এমন একটি তত্ত্ব আছে যা আইনস্টাইনের e=mc^2 তত্ত্বের চেয়ে উন্নত।’

এই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, মণিপুরের রাজ্যপাল নাজমা হেপতুল্লা, মণিপুরের মুখ্যমন্ত্রী এন বীরেন সিংহ সহ বহু বিশিষ্ট ব্যক্তি হাজির ছিলেন। তাঁদের সামনে এই মন্তব্য করেন হর্ষবর্ধন। পরে এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আপনারা আমার এই মন্তব্যের উৎস খুঁজে বার করুন। তিনি (হকিং) অন রেকর্ড বলেছিলেন, বেদে বেদে আইনস্টাইনের তুলনায় উন্নত তত্ত্ব থাকার সম্ভাবনা আছে। আপনারা সেটা জানার চেষ্টা করুন। আমি প্রকাশ্য মঞ্চে এই মন্তব্য করেছি। আমার মনে হয়েছিল হকিংয়ের কথা স্মরণ করা উচিত।’ পরে ট্যুইটারেও নিজের এই মন্তব্যের স্বপক্ষে যুক্তি দিয়েছেন হর্ষবর্ধন।



বেদ সম্পর্কে হকিং সত্যিই এই মন্তব্য করেছিলেন কি না, সেটা এখন আর তাঁর কাছ থেকে জানার কোনও উপায় নেই। তবে একটি ওয়েবসাইটে এ বিষয়ে একটি লিঙ্ক রয়েছে। যদিও ভারতে সুপারকম্পিউটারের জনক হিসেবে পরিচিত বিজয় ভাটকর বলেছেন, তাঁর এরকম কিছু জানা নেই।