পানাজি: আম আদমি পার্টির (আপ) সাম্প্রতিক ঘরোয়া নানা অস্বস্তিকর ঘটনায় তাদের এক সময়ের সঙ্গী অন্না হজারের উদ্বেগ প্রকাশকে 'আন্তরিক' বললেন মণীশ শিসোদিয়া। তবে একইসঙ্গে তাঁর দাবি, সংগঠনে বেচাল দেখামাত্রই সঙ্গে সঙ্গে তাঁরা ব্যবস্থা নেন। সম্প্রতি এক মহিলার সঙ্গে ‘অশালীন’ ভিডিও সামনে আসার পর মন্ত্রিত্ব থেকে বরখাস্ত হয়ে ধর্ষণের অভিযোগে জেলে যেতে হয়েছে অরবিন্দ কেজরীবালের দলের বিধায়ক সন্দীপ কুমারকে। সেই প্রেক্ষাপটে প্রবীণ অন্না গতকাল বলেন, কেজরীবালের সঙ্গীদের কয়েকজন জেলে গিয়েছেন, অন্যরা ‘জালিয়াতিতে মদত দিচ্ছেন’, এটা দেখে তিনি খুবই মর্মাহত, দুঃখিত।


অন্নার প্রতিক্রিয়ার জবাবে শিসোদিয়া বলেন, রাজনীতি নোংরার ভরে গিয়েছে, সব ধরনের লোক আসছেন, অন্নাজি সঠিক ভাবেই এতে তাঁর আপত্তির কথা বলেছেন। কিন্তু আমি এই আশ্বাস দিতে পারি যে, যখনই কোনও অন্যায় হয়, দেশে একমাত্র আমরাই কঠোর ব্যবস্থা নিই। আর কোনও দল নেই যারা অন্যায় ঘটতে দেখলেই দ্রুত, কড়া ব্যবস্থা নেয়।

আপের অভ্যন্তরীণ ঘটনাবলীতে উদ্বেগ প্রকাশ করে অন্না গতকালের সাক্ষাত্কারে এও বলেন, আমি খুবই আঘাত পেয়েছি। কেজরীবাল যখন আমাদের সঙ্গে ছিলেন, গ্রাম স্বরাজ নিয়ে একটি বই লিখেছিলেন। উনি কি এটাকে গ্রাম স্বরাজ বলবেন?  আমি খুব কষ্ট পাচ্ছি। কেজরীবালের প্রতি যে আশা-ভরসা ছিল, সব শেষ হয়ে গিয়েছে।

শিসোদিয়া বলেন, ওনার (হজারে) উদ্বেগকে আমরা সম্মান করি। আমরা সব খতিয়ে দেখব। যদিও একইসঙ্গে সন্দীপ কুমারের প্রসঙ্গে ইঙ্গিত করে তিনি বলেন, যা হয়েছে, সত্যিই দুঃখজনক। তবে আমাদের সামনে এটা প্রমাণের সুযোগ এসেছে যে, গোটা দেশে একমাত্র আমরাই দ্রুত ব্যবস্থা নিই। আপে এর নিশ্চয়তা আছে।