নয়াদিল্লি: বিদেশিনী গবেষককে ধর্ষণের মামলায় পিপলি লাইভ সিনেমার সহ পরিচালক মাহমুদ ফারুকিকে সন্দেহের অবকাশে বেকসুর খালাস দিল দিল্লি হাইকোর্ট। অভিযোগকারিনীর সাক্ষ্য বিশ্বাসযোগ্য নয় বলে মন্তব্য করে বিচারপতি আশুতোষ কুমার নিম্ন আদালতের রায় খারিজ করে দিয়েছেন। ২০১৬-র ৩০ জুলাই নিম্ন আদালত এই মামলায় ৩০ বছরের মহিলা মার্কিন গবেষককে ধর্ষণের মামলায় ফারুকিকে দোষী সাব্যস্ত করে সাত বছরের কারাদণ্ড দিয়েছিল। ৮৫ পাতার রায়ে দিল্লি হাইকোর্ট সেই দণ্ডাদেশ খারিজ করে ফারুকিকে অবিলম্বে মুক্তি দেওয়ার নির্দেশ দিয়েছেন।

হাইকোর্ট বলেছে, এ ধরনের ঘটনা ঘটেছিল কিনা, যদি ঘটেও থাকে তাহলে অভিযোগকারিনীর সম্মতিতেই হয়েছিল। বিষয়টি ঘিরে সন্দেহ রয়েই গিয়েছে।

নিম্ন আদালতের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন ফারুকি।

উল্লেখ্য, ফারুকি তাঁর বাড়িতে তাঁকে ধর্ষণ করেছিলেন বলে ওই গবেষক অভিযোগ করেছিলেন।