আইপিএলে চেন্নাইয়ের ৬টি ম্যাচ সরেছে পুনেতে, মাঠ ও পিচের জন্য বাড়তি জল চাইবে কিনা, এমসিএ-কে প্রশ্ন বম্বে হাইকোর্টের
Web Desk, ABP Ananda | 13 Apr 2018 09:49 PM (IST)
মুম্বই: কাবেরী ইস্যুতে অশান্তির আশঙ্কায় চেন্নাই থেকে আইপিএলের নির্ধারিত ৬টি ম্যাচ পুনেতে স্থানান্তরিত হওয়ার পর সেখানকার মাঠ ও পিচের রক্ষণাবেক্ষণের জন্য পুনে পুরসভার কাছে বাড়তি জল চাইবে কিনা, মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশনের (এমসিএ) কাছে জানতে চাইল বম্বে হাইকোর্ট। আইপিএলে চেন্নাই সুপার কিংসের (সিএসকে) ৬টি হোম ম্যাচ হবে পুনের এমসিএ স্টেডিয়ামে। স্বেচ্ছাসেবী সংস্থা লোকসত্তা মুভমেন্টের ২০১৬ সালের এক জনস্বার্থ পিটিশনের পরিপ্রেক্ষিতে বিচারপতি এ এস ওঝা ও বিচারপতি রিয়াজ চাঘলার ডিভিশন বেঞ্চ মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশনের বক্তব্য জানতে চায়। মহারাষ্ট্রে আইপিএলের ম্যাচ করানোর বিরোধিতা করে এনজিওটি খরার কবলে রাজ্য শুকিয়ে যাওয়ার কারণ তুলে ধরে ক্রিকেট মাঠ, পিচ ঠিক রাখতে জল ব্যবহার নিয়ে প্রশ্ন তুলেছে। তাদের আইনজীবী বলেন, চলতি আইপিএলের মোট ১১টি ম্যাচ মহারাষ্ট্রে হবে বলে প্রথমে ঠিক হয়। এবার চেন্নাইয়ে যে ৬টি হওয়ার কথা ছিল, সেগুলিও তার সঙ্গে যোগ হল। পুনে শহর ও জেলার গ্রামীণ এলাকাগুলিতে ইতিমধ্যেই জল সঙ্কট চলছে। বিচারপতিরা ওই স্টেডিয়ামের রক্ষণাবেক্ষণ করা এমসিএ-র কাছে জানতে চায়, তারা পুনে পুরসভার কাছে আরও জল চাইবে কিনা। গত সপ্তাহেও হাইকোর্ট একই প্রশ্ন করেছিল এমসিএ-কে, যারা ওয়াংখেড়ে স্টেডিয়ামও দেখভাল করে। সেখানেও আইপিএল ম্যাচ হচ্ছে। আজ বৃহন্মুম্বই পুরসভা হলফনামা দিয়ে আদালতে জানায়, ওই স্টেডিয়ামের জন্য জলের কোনও বিশেষ বন্দোবস্ত করা হচ্ছে না। ১৮ এপ্রিল পরবর্তী শুনানি ধার্য করেছে আদালত।