নয়াদিল্লি: আদালতে ধাক্কা খেলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবাল। বুধবার তাঁর বিরুদ্ধে কেন্দ্রীয় অর্থমন্ত্রীর আনা ফৌজদারি মানহানি মামলায় স্থগিতাদেশ দিতে অস্বীকার করল দিল্লি হাইকোর্ট।
এদিন বিচারপতি পি এস তেজি তাঁর রায়ে বলেন, প্রধান বিচারবিভাগীয় ম্যাজিস্ট্রেটের কাছে ফৌজদারি মামলা খারিজ করার যে আবেদন করা হয়েছে, তা খারিজ করা হল। কারণ, ওই আবেদনের কোনও সারবত্তা নেই।
বিচারপতি জানান, আবেদনকারী আদালতে জানিয়েছেন যে, ফৌজদারি মামলা চললে তা আইনের অপব্যবহার হবে। যদিও, এই তত্ত্বকে প্রমাণ করতে পারেননি তিনি।
বিচারপতি যোগ করেন, আদালতের মনে হয়েছে গত মে মাসে নিম্ন আদালত কেজরীবালের বিরুদ্ধে মামলা চালিয়ে যাওয়ার যে রায় দিয়েছিল তা অত্যন্ত যথার্থ, আইনসম্মত এবং নিরপেক্ষ।
প্রসঙ্গত, দিল্লি ক্রিকেট বোর্ড বিতর্কে গত বছরের ডিসেম্বরে কেজরীবাল ও আম আদমি পার্টির আরও ৫ নেতার বিরুদ্ধে একটি দায়রা ও একটি ফৌজদারি মানহানির মামলা দায়ের করেছিলেন অরুণ জেটলি।
কেজরী ছাড়াও জেটলি অভিযোগ করেন রাঘব চড্ডা, কুমার বিশ্বাস, আশুতোষ, সঞ্জয় সিংহ এবং দীপক বাজপাইয়ের বিরুদ্ধে। দায়রা মামলায় তিনি কেজরী সহ ৬ জনের বিরুদ্ধে ১০ কোটি টাকা ক্ষতিপূরণের দাবি করেন।
গত এপ্রিল মাসে আদালতে হাজিরা দিয়ে জামিন পান দিল্লির মুখ্যমন্ত্রী সহ অন্যান্যরা।
খারিজ কেজরীবালের আবেদন, মানহানি মামলায় স্থগিতাদেশ দিল না দিল্লি হাইকোর্ট
Web Desk, ABP Ananda
Updated at:
19 Oct 2016 07:01 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -