নয়াদিল্লি: এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের দায়ের করা আর্থিক তছরুপ মামলায় গ্রেফতারির বিরুদ্ধে করা বিতর্কিত ব্যবসায়ী মঈন কুরেশির আবেদন খারিজ করল দিল্লি হাইকোর্ট।


নিজের গ্রেফতারির বিরুদ্ধে উচ্চ আদালতে হাবিয়াস কোর্পাস মামলা দায়ের করেন মঈন। সাধারণত, হাবিয়াস কোর্পাস মামলা দায়ের হয় এটা নিশ্চিত করতে যে, গ্রেফতারি বা আটকের বৈধতা আদালতের সামনে যাচাই করতে।


মঈন দাবি করেন, অন্যায়ভাবে তাঁকে গ্রেফতার করেছে ইডি। শুক্রবার, বিচারপতি বিপিন সাঙঘি ও বিচারপতি পি এস তেজির বেঞ্চ জানিয়ে দেয়, তাঁর গ্রেফতারিতে কোনও অবৈধতা নেই।


মঈনের আবেদনের বিরোধিতা করে কেন্দ্র ও ইডি। তাদের পাল্টা দাবি, গ্রেফতারিকে চ্যালেঞ্জ করার অর্থ হল আইনি প্রক্রিয়ার অপমান। তারা জানায়, মঈনের বিরুদ্ধে মারাত্মক হাওয়ালা লেনদেনের অভিযোগ রয়েছে।


ইডি-র বিরুদ্ধে তাঁকে অবৈধভাবে গ্রেফতার করার অভিযোগ এনেছেন মঈন। এদিন সেই অভিযোগ খারিজ করে সরকারপক্ষ জানায়, পুরো আইন মোতাবেক গ্রেফতারি করা হয় ওই ব্যবসায়ীকে।


ইডি-র দাবি, একাধিক সাক্ষী তাঁদের বয়ানে স্বীকার করেছেন যে, ব্যবসায়ীর কর্মীদের মাধ্যমে কুরেশি ও তাঁর সহযোগীদের কোটি কোটি টাকা দিয়েছেন তাঁরা।


প্রসঙ্গত, গত ২৫ অগাস্ট, গ্রেফতার হয় মঈন। তাঁকে ইডি হেফাজতে পাঠায় নিম্ন আদালত। বর্তমানে তিনি জেল হেফাজতে রয়েছেন।