তরুণ তেজপাল: ধর্ষণ সহ অন্য সব অভিযোগ খারিজের আর্জি প্রত্যাখান আদালতের
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 20 Dec 2017 04:03 PM (IST)
পানাজি: তেহলকার প্রাক্তন এডিটর-ইন-চিফ তরুণ তেজপাল, তাঁর ওপর থেকে ধর্ষণ সহ অন্যান্য সমস্ত অভিযোগ তুলে নেওয়ার আর্জি জানিয়ে ছিলেন বম্বে হাইকোর্টে। তরুণ তেজপালের সেই আর্জি খারিজ করে দিল আদালত। ২০১৩ সালে গোয়ায় নিজেরই এক প্রাক্তন সহকর্মীকে ধর্ষণের অভিযোগ উঠেছিল তেজপালের বিরুদ্ধে। সেই অভিযোগ তুলে নেওয়ার আর্জি জানানো হয় আদালতে। বিচারপতি নূতন সরদেশাই সেই আবেদন খারিজ করে দিয়েছেন। মাপসুয়া শহরের জেলা আদালত তেজপালের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩৫৪ এ, ৩৭৬, ৩৭৬ (২) ধারায় মামলা রুজু করে। গতমাসে বিচারপ্রক্রিয়া শুরু হয়। পরে ক্রাইম ব্রাঞ্চ ৩৪১, ৩৪২, ৩৭৬, ৩৫৪ ধারা লাগু করে মামলা শুরু করে।