চেন্নাই: পালানিস্বামী সরকারকে স্বস্তি দিয়ে তামিলনাড়ু বিধানসভায় আস্থাভোটের উপর স্থগিতাদেশের মেয়াদ বাড়াল মাদ্রাজ হাইকোর্ট। আজ বিচারপতি এম দুরিয়াস্বামী এই রায় দিয়েছেন। পরবর্তী রায় না দেওয়া পর্যন্ত আস্থাভোট নেওয়া যাবে না বলে জানিয়ে দিয়েছে হাইকোর্ট।


এর আগে এ মাসের ১৪ তারিখ হাইকোর্ট বলেছিল, আজ পর্যন্ত আস্থাভোট নেওয়া যাবে না। এরই মধ্যে সোমবার দলত্যাগ-বিরোধী আইনে এআইএডিএমকে নেতা টিটিভি দীনাকরণের পক্ষ নেওয়া ১৮ জনের বিধায়ক পদ খারিজ করে দেন তামিলনাড়ু বিধানসভার স্পিকার পি ধনপাল। এর বিরুদ্ধে হাইকোর্টে আবেদন জানান ১৮ জন বিধায়ক। তাঁদের আবেদনের পরিপ্রেক্ষিতে অবশ্য কোনও রায় দেয়নি হাইকোর্ট। যদিও বিচারপতি দুরিয়াস্বামী বলেছেন, ১৮ জন বিধায়কের পদ খারিজের বিষয়টি আদালতের বিচারাধীন হওয়ায় কোনও রায় না দেওয়া পর্যন্ত ওই কেন্দ্রগুলিতে নির্বাচন সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করা যাবে না। দু’পক্ষের সম্মতির ভিত্তিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ৪ অক্টোবর এই মামলার চূড়ান্ত শুনানি হবে।

তামিলনাড়ু বিধানসভার সদস্য সংখ্যা ২৩৪। তার মধ্যে একটি আসন ফাঁকা। ১৮ জন বিধায়কের পদ খারিজ করে দিয়েছেন স্পিকার। ফলে এখন তামিলনাড়ু বিধানসভার সদস্য সংখ্যা কমে হয়েছে ২১৫। এই পরিস্থিতিতে সংখ্যাগরিষ্ঠতা প্রমাণের জন্য সরকারপক্ষের ১০৮ জন বিধায়কের সমর্থন প্রয়োজন। এখন ১৮ জন বিধায়কের পদ খারিজ নিয়ে হাইকোর্ট কী রায় দেয়, সেদিকেই তাকিয়ে রাজনৈতিক মহল।