এক সপ্তাহের জামিন বাবু বজরঙ্গির
Web Desk, ABP Ananda | 28 Oct 2016 06:16 PM (IST)
আমদাবাদ: স্ত্রীর অসুস্থতার জন্য তাঁর কাছে যেতে চেয়ে ৩০ দিনের জামিন চেয়েছিলেন। তবে নরোদা পাতিয়া দাঙ্গা মামলায় যাবজ্জীবন কারাদন্ড পাওয়া প্রাক্তন বজরং দল নেতা বাবু বজরঙ্গিকে এক সপ্তাহের জামিন মঞ্জুর করল গুজরাত হাইকোর্ট। ২০০২ সালের গোধরা-পরবর্তী নরোদা পাতিয়া হিংসা মামলায় বজরঙ্গীকে তাঁর ভূমিকার জন্য দোষী সাব্যস্ত করে আমৃত্যু কারাবাসের সাজা দেয় বিশেষ ফাস্ট ট্রাক আদালত। তিনি সাজা খাটছেন সবরমতী সেন্ট্রাল জেলে। প্রসঙ্গত, এই মামলায় দোষী সাব্যস্ত হয়েছেন গুজরাতের প্রাক্তন মন্ত্রী মায়া কোদনানিও। গুজরাতের গোধরার ঘটনার প্রতিক্রিয়ায় যে ভয়াবহ হিংসা ছড়িয়ে পড়েছিল, সেই অধ্যায়ে সবচেয়ে নৃশংস ঘটনা ঘটেছিল নরোদা পাতিয়ায়। সেখানে ৯৬ জন হিংসার বলি হয়েছিলেন।