চণ্ডীগড়: অনলাইন ব্লু হোয়েল গেমকে নিষিদ্ধ করার দাবি সংক্রান্ত আবেদনের ভিত্তিতে কেন্দ্র, পঞ্জাব, হরিয়ানা ও কেন্দ্র-শাসিত চণ্ডীগড় প্রশাসনের জবাব তলব করল পঞ্জাব ও হরিয়ানা হাইকোর্ট।


সোমবার, বিচারপতি এ কে মিত্তল এবং বিচারপতি অমিত রাওয়াল নেতৃত্বাধীন বেঞ্চ নোটিস অফ মোশন জারি করে। মারণ ব্লু হোয়েল গেমকে নিষিদ্ধা করার দাবি তুলে উচ্চ আদালতের দ্বারস্থ হন জনৈক আইনজীবী হীতেশ কল্পেশ।


এদিন কল্পেশ জানান, আদালত কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, কেন্দ্রীয় টেলিকম মন্ত্রক, হরিয়ানা ও চণ্ডীগড় প্রশাসনকে নোটিস পাঠিয়েছে। তিনি যোগ করেন, সরকারের উচিত একটি আইন বা নির্দেশিকা জারি করা, যাতে ব্লু হোয়েল গেমটি অবৈধ হয়ে যায়।


আদালতে নিজের আবেদনে কল্পেশ জানান, কোনও সংবাদপত্রের রিপোর্টে ব্লু হোয়েল শব্দটি যাতে ব্যবহার না করা হয়, সেই মর্মে নির্দেশ দিক আদালত। আইনজীবীর মতে, নাম প্রকাশের ফলে এই গেমের একদিক দিয়ে প্রচার হচ্ছে। এটা বন্ধ হওয়া দরকার।


আবেদনকারীর দাবি, ব্লু হোয়েল গেমের ফলে দেশে বহু কিশোর আত্মহত্যা করছে। একে বন্ধ করার জন্য ২৪-ঘণ্টার হেল্পলাইন নম্বর চালু করে কিশোরদের কাউন্সেলিং করার দাবিও তোলেন কল্পেশ। মামলার আগামী শুনানি ২০ সেপ্টেম্বর।


এদিকে, তামিলনাড়ুর মাদুরাইয়ের প্রবীণ আইনজীবী এন এস পুনাইয়া সুপ্রিম কোর্টে এই গেম নিষিদ্ধ করার দাবিতে আবেদন করেছেন। আগামী ১৫ তারিখ মামলার শুনানি হবে প্রধান বিচারপতি দীপক মিশ্র, বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় ও বিচারপতি এ এম খানউইলকরের বেঞ্চে।