সমাজসেবার শর্তে শ্লীলতাহানির অভিযোগ থেকে রেহাই
Web Desk, ABP Ananda | 29 Oct 2016 09:40 PM (IST)
মুম্বই: শর্তসাপেক্ষে ৫ যুবকের বিরুদ্ধে দুটি মেয়ের শ্লীলতাহানির অভিযোগ খারিজ করে দিল বোম্বে হাইকোর্ট। শর্ত হল ওই যুবকদের দুদিন সমাজসেবা করতে হবে এবং লিগাল এইড পরিষেবার জন্য ৫০,০০০ টাকা দান করতে হবে। দুটি মেয়ের দায়ের করা পিটিশনের প্রেক্ষিতে এই রায় দেয় বিচারপতি অভয় ওকা এবং বিচারপতি এএ সঈদের ডিভিশন বেঞ্চ। বেঞ্চ জানায়, এই ঘটনায় সমাজের তেমন বড় ক্ষতি হয়নি। পাঁচ যুবকের বয়সও বেশি না। ১৯-২২ বছরের মধ্যে। তাঁরা এই কাজের জন্য মর্মাহত। এইসব বিবেচনা করে এই রায় দেওয়া হয়েছে। প্রসঙ্গত, গত ২৫ সেপ্টেম্বর থানের বাদলাপুরে ১৭ বছরের একটি মেয়ে ও তার বান্ধবীকে শ্লীলতাহানির অভিযোগ ওঠে পাঁচ যুবকের বিরুদ্ধে। ভারতীয় দণ্ডবিধির ৩৫৪ ধারায় শ্লীলতাহানি, ৩২৩ ধারায় স্বেচ্ছাকৃত আঘাত, ৫০৭ ধারায় অপরাধমূলক ভীতিপ্রদর্শনের মামলা রুজু হয় তাদের বিরুদ্ধে।