নয়াদিল্লি: এমন কোনও পরিকাঠামোর ব্যবস্থা করা যায় কি যাতে প্রকাশ্য স্থানে মায়েরা সন্তানকে বুকের দুধ খাওয়াতে পারেন? এ ব্যাপারে কেন্দ্র, দিল্লির আপ সরকার ও পুরপ্রশাসন কর্তৃপক্ষের অবস্থান জানতে চাইল দিল্লি হাইকোর্ট। আদালতের অভিমত, বিশ্বের একাধিক জায়গায় মায়েদের জন্য এমন ব্যবস্থা আছে। কিন্তু এ দেশের কোথাও, এমনকী বিমান বন্দরগুলিতেও সন্তানকে স্তন্যপান করানোর সুবিধা নেই বলে উল্লেখ করেছে আদালত। কেন্দ্র, কেজরীবাল সরকার, দিল্লি উন্নয়ন কর্তৃপক্ষ, পুর প্রতিষ্ঠানগুলিকে নোটিস দিয়েছে অস্থায়ী প্রধান বিচারপতি গীতা মিত্তল, বিচারপতি সি হরিশঙ্করকে নিয়ে গঠিত দিল্লি হাইকোর্টের বেঞ্চ। বিষয়টি খতিয়ে দেখা উচিত বলে মনে করে বেঞ্চ। তারা সংশ্লিষ্ট সব কর্তৃপক্ষকে বিষয়টি খতিয়ে দেখে কী কী ব্যবস্থা নেওয়া হল, তা জানিয়ে চার সপ্তাহের মধ্যে রিপোর্ট পেশ করতে নির্দেশ দিয়েছে। পরবর্তী শুনানির দিন ধার্য হয়েছে ২৮ আগস্ট। জনৈক মহিলা ও তাঁর সদ্যোজাতের তরফে পেশ করা একটি জনস্বার্থ পিটিশনের শুনানি হয় বেঞ্চে। সেই মায়ের আবেদন, প্রকাশ্য জায়গায় আশপাশের লোকজনের 'বদ নজর' এড়িয়ে বাচ্চাকে স্তন্যপান করানোর সুনির্দিষ্ট ঘরের ব্যবস্থা করা হোক। তাঁর আইনজীবী অনিমেষ রাস্তোগি সওয়াল করেন, এমন পরিকাঠামো, ব্যবস্থা না থাকা মহিলাদের গোপনীয়তা রক্ষার অধিকার 'খর্ব' হওয়ার সামিল।