নয়াদিল্লি: কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলির বিরুদ্ধে আপত্তিকর মন্তব্য করার অভিযোগে দায়ের হওয়া ১০ কোটি টাকার মানহানির মামলায় বিপাকে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবাল। তাঁর বিরুদ্ধে মিথ্যা হলফনামা জমা দিয়ে আইনজীবীকে আপত্তিকর মন্তব্য করার নির্দেশ না দেওয়ার দাবি করার অভিযোগ করেছেন জেটলি। তিনি কেজরীবালের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আবেদন জানিয়ে দিল্লি হাইকোর্টে নতুন করে আবেদন করেছেন। তাঁর এই আবেদনের ভিত্তিতে কেজরীবালকে চার সপ্তাহের মধ্যে জবাব দেওয়ার নির্দেশ দিয়েছেন বিচারপতি মনমোহন। এই মামলার পরবর্তী শুনানি ১১ ডিসেম্বর।


গত ১৭ মে আদালতে পাল্টা জেরার সময় জেটলির বিরুদ্ধে আপত্তিকর মন্তব্য করেন কেজরীবালের আইনজীবী রাম জেঠমালানি। তিনি আদালতে জানান, কেজরীবালের নির্দেশেই এই মন্তব্য করেছেন। পরে আদালতে হলফনামা দিয়ে জেঠমালানির এই দাবি অস্বীকার করেন কেজরীবাল। তিনি জেঠমালানিকে সরিয়ে দেন। দু দিন পরেই কেজরীবালের এই দাবি অস্বীকার করেন কেজরীবাল। এরপর জেটলির আইনজীবী রাজীব নায়ার ও সন্দীপ শেঠি কেজরীবালের বিরুদ্ধে অপরাধমূলক অভিযোগ দায়ের করার অনুমতি চেয়ে আদালতে আবেদন জানান। সেই আবেদনের পরিপ্রেক্ষিতেই কেজরীবালের জবাব চাইল হাইকোর্ট।