কোচি: দুদশক পুরনো লাভলিন-দুর্নীতি মামলায় মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নকে নিম্ন আদালতের দেওয়া বেকসুর খালাসের রায় বহাল রাখল কেরল হাইকোর্ট। উচ্চ আদালত জানিয়ে দিল, ভুলবশত তাঁর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছিল সিবিআই।
বুধবার, ৩৭৪ কোটি টাকা মূল্যের এই দুর্নীতি মামলার রায়ে বিচারপতি পি উবাইদ একইসঙ্গে আরও ২ অভিযুক্তকেও মুক্তি দেন। যদিও, সিবিআই বাকি দুজনের পূর্ণাঙ্গ শুনানির দাবি করেছিল, কিন্তু, এদিন বিচারপতি সেই দাবি খারিজ করে দেন।
এদিন রায় দিতে গিয়ে বিচারপতি জানান, যে প্রকল্প ঘিরে এই দুর্নীতির অভিযোগ উঠেছিল, তা কেরল মন্ত্রিসভার অনুমোদিত। ফলে, কেরল রাজ্য বিদ্যুৎ দফতরের কোনও অবৈধতার জন্য তৎকালীন বিদ্যুৎমন্ত্রী বিজয়নকে এর জন্য একা দায়ী করা হলে তা বেআইনি ও অবিচার হবে।
প্রসঙ্গত, রাজ্যের তিন দলবিদ্যুৎ প্রকল্পের সংস্কারের জন্য কানাডার এসএনসি লাভলিন সংস্থার সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছিল কেরল রাজ্য বিদ্যুৎ সংস্থা। সেখানেই পরবর্তীকালে বিশাল দুর্নীতির অভিযোগ ওঠে। তদন্তের ভার যায় সিবিআই-এর হাতে।
২০১৩ সালের নভেম্বরে এই মামলায় বিজয়নকে অব্যাহতি দেয় নিম্ন আদালত। পরের বছর উচ্চ আদালতে আবেদন করে সিবিআই। এদিন নিম্ন আদালতের রায় বহাল রাখল হাইকোর্ট। যদিও, বাকি তিন অভিযুক্ত, যারা রাজ্য বিদ্যুৎ সংস্থার আধিকারিক—তাদের বিরুদ্ধে তদন্ত চালিয়ে যাওয়ার অনুমতি দিয়েছে আদালত।
এদিকে, হাইকোর্টের রায়ে উচ্ছ্বসিত বিজয়ন। তিনি বলেন, সত্যের জয় হল। তিনি যোগ করেন, বিচারব্যবস্থার ওপর চিরকালই আস্থা ছিল তাঁর।