টিপু সুলতানের জন্মজয়ন্তী পালনে বিজেপির বিরোধিত সম্পর্কে আপনার প্রতিক্রিয়া জানান নিচের কমেন্টস বক্সে ব্রিটিশের বিরুদ্ধে লড়াইয়ে ঐতিহাসিক মৃত্যু হয়েছিল টিপু সুলতানের: রাষ্ট্রপতি কোবিন্দ, খাপ্পা বিজেপি
Web Desk, ABP Ananda | 25 Oct 2017 03:00 PM (IST)
নয়াদিল্লি: ইতিহাসের বিতর্কিত চরিত্র মহীশূরের প্রাক্তন শাসক টিপু সুলতানকে ব্রিটিশ বিরোধী সংগ্রামীর তকমা দিলেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। কর্নাটক বিধান পরিষদ ভবন বিধান সৌধের হীরক জয়ন্তী উদযাপনে রাজ্য বিধানসভার যৌথ অধিবেশনের ভাষণে আজ তিনি বলেন, ব্রিটিশের বিরুদ্ধে লড়তে গিয়ে মৃত্যু হয়েছিল টিপু সুলতানের, যা এক ঐতিহাসিক ঘটনা। যুদ্ধ, লড়াইয়ের ক্ষেত্রে মহীশূর রকেট তৈরির ব্যাপারেও পথপ্রদর্শক তিনি। টিপু সুলতানের জন্মজয়ন্তী পালনের সিদ্ধান্ত ঘিরে বিতর্কে সরগরম কর্নাটক। আগামী ১০ নভেম্বর ধুমধাম করে টিপুর জন্মজয়ন্তী পালন করবে রাজ্যের ক্ষমতাসীন সিদ্দারামাইয়ার কংগ্রেস সরকার। বিজেপি টিপুর ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে এর বিরোধিতা করেছে। এমনকী কর্নাটকের বিজেপি নেতা, সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী অনন্তকুমার হেগড়ে টিপুর জন্মবার্ষিকী পালনের প্রবল আপত্তি জানিয়ে সেই অনুষ্ঠানে যাবেন না বলেও জানিয়ে দিয়েছেন। চিঠি পাঠিয়ে তিনি রাজ্য সরকারকে বলেছেন, তাঁকে যেন ওই অনুষ্ঠানের আমন্ত্রণ না পাঠানো হয়। টিপুকে 'নৃশংস গণহত্যাকারী, উগ্র ধর্মান্ধ, ধর্ষণকারী' বলেছেন তিনি। বাবা হায়দর আলির পর ১৭৮২ থেকে ১৭৯৯ পর্যন্ত মহীশূর শাসন করেছিলেন 'মহীশূরের বাঘ' শিরোপা পাওয়া টিপু। এদিন রাজ্য ও দেশের সামগ্রিক বিকাশে মহীশূর ও কর্নাটকের শাসক, সেনা, রাজনীতিক ও বিজ্ঞানীদের অবদানের কথা বলতে গিয়ে রাষ্ট্রপতি টিপুর অবদানের উল্লেখ করলে সিংহভাগ বিধায়ক হাততালিতে ফেটে পড়েন। ২০১৫ থেকে টিপুর জন্মজয়ন্তী পালন শুরু করেছে কর্নাটকে শাসক কংগ্রেস। মহীশূর ও অন্যত্র রীতিমতো রাস্তায় নেমে তার বিরুদ্ধে হিংসাত্মক প্রতিবাদ, বিক্ষোভ দেখায় দক্ষিণপন্থী গোষ্ঠীগুলি। টিপুকে হিন্দু-বিরোধী, কন্নড়-বিরোধী আখ্যা দিয়েছে তারা। কোবিন্দের মুখে টিপুর স্তুতি শুনে খাপ্পা বিজেপি। তাদের অভিযোগ, রাষ্ট্রপতির ভাষণে টিপুর নাম উল্লেখ করানোর মাধ্যমে তাঁর অফিসের অপব্যবহার করেছে রাজ্য সরকার। বিজেপি বিধান পরিষদের দলনেতা কে এস ঈশ্বরাপ্পার বক্তব্য, আমি এর নিন্দা করছি। রাজ্য সরকার কর্নাটকের মানুষকে অপমান করল। রাষ্ট্রপতি টিপুর উল্লেখ করার সময় আমরা আপত্তি করলে প্রোটোকল লঙ্ঘন হত। মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া অবশ্য ট্যুইট করে রাষ্ট্রপতিকে অভিনন্দন জানান।