নয়াদিল্লি: নিজের 'সার্ভিস গান'-এর গুলিতে আত্মঘাতী কেন্দ্রীয় মন্ত্রী উমা ভারতীর বাংলোয় নিযুক্ত দিল্লি পুলিশের হেড কনস্টেবল।

পুলিশ জানিয়েছে, রবিবার রাত সাড়ে দশটা নাগাদ কেন্দ্রীয় জলসম্পদ ও নদী-উন্নয়ন মন্ত্রী উমা ভারতীর নয়াদিল্লির অশোকা রোডের বাড়িতে কর্তব্যরত অবস্থায় নিজের বন্দুক দিয়ে গুলি করে আত্মঘাতী হন তিনি। ওই স্থান থেকেই উদ্ধার হয়েছে তাঁর 'সার্ভিস গান'টি।

পুলিশের এক আধিকারিক জানিয়েছেন, দিল্লি পুলিশের সিকিউরিটি ইউনিটের ওই হেড কনস্টেবলের নাম ব্রিজপাল। পরিবারে তাঁর স্ত্রী ও তিন সন্তান রয়েছে। উমা ভারতীর বাংলো চত্বরে নিজের গাড়িতে বসে আত্মহত্যা করেন তিনি। ঘটনার পরই তাঁকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিতসকরা মৃত বলে ঘোষণা করেন।

তবে কী কারণে এই চরম পথ বেছে নিলেন তিনি, সেব্যাপারে এখনও কিছু জানতে পারেনি পুলিশ।