নয়াদিল্লি: সিপিএমের স্বীকৃতি, নথিভুক্তি বাতিলের দাবিতে পেশ হওয়া আবেদনের নতুন করে শুনানি করতে নির্বাচন কমিশনকে নির্দেশ দিল্লি হাইকোর্টের। প্রধান বিচারপতি জি রোহিনী ও বিচারপতি জয়ন্ত নাথকে নিয়ে গঠিত বেঞ্চ এই নির্দেশ দিল।
গত বছরের জুলাইয়ে সিপিএমের রাজনৈতিক দল হিসাবে নথিভুক্তিকরণ বাতিলের আবেদন খারিজ করে দিয়েছিল নির্বাচন কমিশন। এদিন কমিশনের সেই সিদ্ধান্ত নাকচ করে দিয়েছে বেঞ্চ। কমিশনের ওই পদক্ষেপের ব্যাপারে কোনও কারণ দেখানো হয়নি, বলেছেন বিচারপতিরা।
কমিশনের জুলাইয়ের সিদ্ধান্ত খারিজ করে দিয়ে বেঞ্চের নির্দেশ, নতুন করে ওই আবেদন শুনতে হবে কমিশনকে। আজকের দিন থেকে ১২ সপ্তাহের মধ্যে যথাযথ সিদ্ধান্ত জানাতে হবে। পাশাপাশি সিপিএমের স্বীকৃতি বাতিলের দাবিতে আবেদনকারী জোজো জোসের পিটিশনটি খারিজ করে দিয়েছে বেঞ্চ।
নিজেকে সমাজকর্মী বলে দাবি করা জোসের অভিযোগ, সিপিএম ভুল ব্যাখ্যা দিয়ে, জালিয়াতি, প্রতারণা করে রেজিস্ট্রেশন পেয়েছে।
যদিও আজকের সংক্ষিপ্ত শুনানিতে কমিশনের আইনজীবী বলেন, ২০ বছর আগে যে জালিয়াতি, প্রতারণা করা হয়েছে বলে অভিযোগ, সে ব্যাপারে কমিশন এখন খতিয়ে দেখতে পারে না। বরং যিনি অভিযোগকারী, তিনিই প্রমাণ দিন যে, সত্যিই জালিয়াতি, প্রতারণা হয়েছিল।
আবেদনকারী নির্বাচন কমিশনের কাছে যে পিটিশন দিয়েছেন, তাতে বলা হয়েছে, সিপিএমের দলীয় কর্মসূচিতে ভারতীয় সংবিধানের প্রতি আনুগত্যের ঘোষণা নেই, অথচ আইনে এটা বাধ্যতামূলক। আবেদনকারীর এটাও বক্তব্য যে, সিপিএমের মূল লক্ষ্যটাই অসাংবিধানিক, বেআইনি উদ্দেশ্য সামনে রেখেই সিপিএম তৈরি হয়েছিল।
Election Results 2024
(Source: ECI/ABP News/ABP Majha)
সিপিএমের রেজিস্ট্রেশন বাতিলের আবেদনের ফের শুনানির জন্য কমিশনকে নির্দেশ দিল্লি হাইকোর্টের
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
04 May 2016 11:39 AM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -