নয়াদিল্লি: ব্লু হোয়েল নিয়ে এবার উদ্বেগ প্রকাশ করলেন দেশের প্রধান বিচারপতি।


এদিন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি জগদীশ সিংহ খেহর বলেন, ব্লু হোয়েল সম্পর্কে আমরা শুনেছি— যে এটার জন্য অনেক কিছু হতে পারে।


প্রধান বিচারপতির আশঙ্কা যে অমূলক নয়, তা স্পষ্ট এই অনলাইন গেমের ‘শিকারের’ সংখ্যায়। জানা গিয়েছে, গত ২ সপ্তাহে ভারতে ১২-১৯ বছর বয়সী ৬ কিশোর এই মারণ গেমের শিকার হয়েছে। এছাড়া, শোলাপুর ও ইন্দৌরের ১০ জন কিশোরকে গত সপ্তাহে এই মারণ গেমের প্রকোপ থেকে মুক্ত করা হয়েছে।


ইতিমধ্যেই, ব্লু হোয়েল গেমের লিঙ্ক ইন্টানরেট থেকে সরিয়ে নিতে গুগল, ফেসবুক, মাইক্রোসফট, ইনস্টাগ্রাম হোয়াটসঅ্যাপ ও ইয়াহু সহ প্রধান অনলাইন সংস্থাকে নির্দেশ দিয়েছে কেন্দ্র। কোনওবাবে এই গেমের প্রচার যাতে না করা হয়, তার ওপরও নজর রাখতে সংস্থাগুলিকে বলা হয়েছে।


কেন্দ্রীয় নারী ও শিশুকন্যাণ মন্ত্রী মানেকা গাঁধী অভিভাবকদের অনুরোধ করেছেন, তাঁরা যেন নিজ নিজ সন্তানদের ওপর নজর রাখেন। কোনওভাবে কিশোররা যাতে এই অনলাইন গেমের খপ্পরে না পড়ে, তা খেয়াল রাখতে বলেছেন তিনি। সন্তানরা ইন্টারনেটে কী করছে, তার ওপর বাবা-মায়েদের উচিত সদা-দৃষ্টি রাখা বলেও মনে করেন মানেকা।