আজ হিমাচল প্রদেশের উনা জেলায় তাপমাত্রা ছিল ৪১ ডিগ্রি। গত ২৪ ঘন্টা সর্বোচ্চ তাপমাত্রা ছিল হিমাচলে, জানাল আবহাওয়া দপ্তর। উনা পাশাপাশি তাপমাত্রা বেড়েছিল হিমাচল প্রদেশের বেশ কিছু অংশে। বিলাসপুরে তাপমাত্রা ছিল ৩৭.৭ ডিগ্রি সেলসিয়াস। হামিরপুর-এ ৩৬.৪ ডিগ্রি ও ছম্বায় ৩৫.৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছিল। পর্যটকদের প্রিয় সোলান ভ্যালির তাপমাত্রা পেরিয়েছিল ৩২ ডিগ্রি সেলসিয়াস। এগুলি ছাড়াও বেশ কিছু পর্যটক কেন্দ্রে রীতিমতো তাপপ্রবাহ চলেছে সকালে।
ধর্মশালার তাপমাত্রা ছিল ২৯.৮ ডিগ্রি সেলসিয়াস। একই অবস্থা মানালী, সিমলা, ডালহৌসি, কল্পা ও কুফরিতেও। মানালির তাপমাত্রা এদিন ছিল ২৭.৮, সিমলা ২৬.৪, ডালহৌসি ২১.৮, কল্পা ২১ ও কুফরির তাপমাত্রা ছিল ১৮.৪।