মুম্বই: প্রবল বৃষ্টিতে বানভাসী মুম্বই। শুক্রবার ভোর থেকেই প্রবল বৃষ্টিতে বাণিজ্যনগরী এবং শহরতলীর বিস্তীর্ণ অঞ্চল জলের তলায় চলে যায়। রাস্তায় যানবাহনের গতি একেবারে থমকে যায়। জলমগ্ন হয়ে রেললাইন ডুবে যাওয়ায় বন্ধ হয় পড়ে ট্রেন পরিষেবা। এদিকে, আগামী ২৪-৪৮ ঘণ্টায় ভারী থেকে অতি ভারী বর্ষণের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর।

সংবাদসংস্থা সূত্রে খবর, এদিন টানা বৃষ্টির ফলে ছত্রপতি শিবাজি টার্মিনাসের (সিএসটি) আপ ও ডাউন লাইন দুটিই জলমগ্ন হয়ে পড়ায় ট্রেন চলাচল বন্ধ রাখা হয়েছে। একই অবস্থা সিয়ন, মসজিদ সহ বিভিন্ন স্টেশনে।

রেলের এক আধিকারিক জানান, সিয়নে রেললাইনের ওপর প্রায় আধ-ফুট জল জমেছে। দুর্ঘটনা এড়াতে ট্রেন চলাচল বন্ধ রাখা হয়। সিএসটি ও ঠাণে স্টেশনের মধ্যেও বন্ধ থাকে ট্রেন পরিষেবা। তবে, জল নামার পর তা ফের শুরু হয়েছে বলে জানানো হয়েছে।



বান্দ্রা থেকে দাদার – মুম্বইয়ের রাস্তায় যানবাহন চলাচল প্রায় স্তব্ধ হয়ে পড়েছে। প্রভাব পড়েছে বিমান চলাচলেও। বহু বিমানের ওঠানামা ব্যাহত হয়েছে বৃষ্টিতে। জানা গিয়েছে, এদিন সকালে প্রায় ১০০ মিলিমিটার বৃষ্টি হয়েছে।

শহরের জমা জলের মোকাবিলা করতে ইতিমধ্যেই যুদ্ধকালীন তৎপরতায় কাজ করছে শহরের পুরসভা। যে অঞ্চলে বেশি জল জমেছে, সেখানে পাম্পের সাহায্যে জল বের করার ব্যবস্থা করা হচ্ছে। এর জন্য সকাল থেকেই দফায় দফায় বৈঠক করেছেন পুর-আধিকারিকরা।

এদিকে, কোঙ্কন ও মধ্যে মহারাষ্ট্র অঞ্চলে আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করেছে আবহাওয়া দফতর। ফলে, মুম্বইবাসীরা এখনই স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারছেন না।