প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত হায়দরাবাদ, ৪ শিশু সহ ৭ জনের মৃত্যু
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 31 Aug 2016 03:01 PM (IST)
হায়দরাবাদ: প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত হায়দরাবাদ। দুটি পৃথক দুর্ঘটনায় চার শিশু সহ চারজনের মৃত্যু হয়েছে। শহরের বিভিন্ন স্থানে জল জমে যাওয়ায় যান চলাচল থমকে যায়। শহরের নিচু এলাকাগুলির বাসিন্দাদের অন্য জায়গায় সরিয়ে নিয়ে যেতে হয়। তেলঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও বৃষ্টি বিপর্যয়ে নিহতদের আত্মীয়দের ২ লক্ষ টাকা ক্ষতিপূরণের ঘোষণা করেছেন। পরিস্থিতি পর্যালোচনায় রাজ্যের পুর প্রশাসন ও নগরোন্নয়নমন্ত্রী, হায়দরাবাদ পুরসভা, পুলিশ ও সংশ্লিষ্ট দফতরগুলির পদস্থ আধিকারিকদের সঙ্গে বৈঠকও করেছেন মুখ্যমন্ত্রী। জানা গেছে, রমান্থাপুর এলাকায় একটি কুঁড়ে ঘরে নির্মিয়মান বাড়ির দেওয়াল ভেঙে পড়ে একই পরিবারের দুই শিশু ও তাদের বাবা-মায়ের মৃত্যু হয়েছে। অন্যদিকে, ভোলাকপুর এলাকায় বাড়ির একাংশ ভেঙে পড়ায় এক মহিলা ও তাঁর দুই মেয়ের মৃত্যু হয়েছে।