তিরুঅনন্তপুরম: দেশের উত্তরে বর্ষা এখনও পর্যন্ত প্রবেশ না করলেও, কেরলে সক্রিয় হয়ে উঠেছে মৌসুমী বায়ু। যার জেরে শুরু হয়েছে প্রবল বৃষ্টি। আবহাওয়া দফতর জানিয়েছে, দক্ষিণের এই রাজ্যের একাধিক জায়গায় শুরু হয়েছে প্রবল বৃষ্টিপাত। একাধিক জায়গায় গাছ উপড়ে পড়েছে, বহু ঘরবাড়ি ভেঙে পড়েছে। এখনও পর্যন্ত তিনজেনর মৃত্যুর খবর মিলেছে।
আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, সবচেয়ে বেশি ১৪০ মিলিমিটার বৃষ্টি হয়েছে এর্নাকুলাম জেলায়। এছাড়া, আলাপুঝা, চের্তালা ও নেরুমঙ্গড়েও ভাল বৃষ্টি হয়েছে। পূর্বাভাস, ১৬ তারিখ পর্যন্ত একাধিক জায়গায় ৭০-১১০ মিমি বৃষ্টি হতে পারে।
খবরে প্রকাশ, ঝোড়ো হাওয়ায় অন্তত ১০টি বাড়ি ধ্বংস হয়েছে। একাধিক জেলায় গাছ উপড়ে গিয়েছে। এক মহিলা সহ তিনজন মারা গিয়েছেন। এর মধ্যে দুজন মারা গিয়েছেন বিদ্যুৎস্পৃষ্ট হয়ে। এছাড়া, গাছ পড়ে আহত হয়েছেন আরও ২ জন।