মুম্বই: রাতভর বৃষ্টিতে জলভাসি মুম্বই। আশপাশের বেশ কিছু নীচু জমি জলে ডুবে গিয়েছে। ফলে অফিস টাইমেও ধীরে চলছে ট্রেন, রাস্তাঘাটে হয়েছে দীর্ঘ যানজট।
মুম্বইয়ের দাদারের হিন্দমাতা এলাকা, সিওন, মাতুঙ্গা ও আন্ধেরির বেশ কিছু জায়গা জলে ডুবে গিয়েছে। বিপর্যস্ত ট্রেন যোগাযোগ। সকালের দিকে লোকাল ট্রেনগুলি দীর্ঘক্ষণ দেরিতে চলে। নির্ধারিত সময়ের অন্তত ২০ মিনিট দেরিতে চলে ট্রেন। ফলে বিভিন্ন স্টেশনে আটকে পড়ে বিপাকে পড়েন অফিসযাত্রীরা।
রাস্তায় জল দাঁড়িয়ে যাওয়ায় বাসও ঘুরিয়ে দেওয়া হচ্ছে ভিন্ন রুটে।
দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু ঢুকে পড়ায় মুম্বই ও কঙ্কন এলাকায় গত ২৪ ঘণ্টায় প্রচণ্ড বৃষ্টি হয়েছে। যদিও মধ্য মহারাষ্ট্রে এখনও বৃষ্টির খবর নেই।
মুম্বইয়ের পুর আধিকারিকরা জানিয়েছেন, টানা বৃষ্টিতে ২২টি জায়গায় গাছ উপড়ে গিয়েছে। তবে কারও প্রাণহানির খবর নেই। তাঁরা সাবধান করেছেন, আজ বিকেলেও এভাবে বৃষ্টি চলতে থাকলে শহরের নানা নীচু জায়গায় হড়পা বান হতে পারে। বিপর্যয় মোকাবিলা দল পরিস্থিতির দিকে নজর রেখেছে বলে তাঁরা জানিয়েছেন।
প্রচণ্ড বৃষ্টিতে জল থইথই মুম্বই, বেহাল ট্রেন, সড়কপথে যাত্রা
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
27 Jun 2017 01:36 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -