ট্রেন্ডিং

বিয়ে, রাজনীতি, প্রেম…বরাবরই ‘ট্রাবলমেকার’ তেজপ্রতাপ, বড় ছেলেকে জীবন থেকেই বাদ দিলেন লালুপ্রসাদ!

চিপস চুরির অপবাদের ঘটনায় পাঁশকুড়া থানায় সিভিক ভলান্টিয়ারের বিরুদ্ধে এফআইআর মৃত পড়ুয়ার মায়ের

ভাটপাড়ায় অর্জুন সিংহের সঙ্গে তিরঙ্গা যাত্রায় যোগদান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর

তৃণমূল শাসিত পশ্চিমবঙ্গে হিন্দু নির্যাতন? প্রতিবাদে পোস্টার পড়ল উত্তরপ্রদেশে, জন আক্রোশ যাত্রার ডাক

টাকার বিনিময়ে ভোটার! বিস্ফোরক অভিযোগ কাকদ্বীপের তৃণমূল বিধায়কের
১৯ দিন পার, এখনও রাস্তায় চাকরিহারা শিক্ষকরা। সল্টলেক সেন্ট্রাল পার্কে সরছে ধর্নাস্থল
পুরসভার কর্মীরা ডিমের ঠেলা উল্টে দেন বলে অভিযোগ, ইনদওরের বালককে বাড়ি তৈরি করে দেওয়ার প্রতিশ্রুতি, সঙ্গে পড়াশোনার খরচ, নগদ অর্থ
যিনি ঘটনাটির ভিডিও করেছিলেন, সেই বিকাশ রাও সংবাদসংস্থাকে বলেছেন, ‘রাস্তার ফুটপাত থেকে ডিমের ঠেলাটা উল্টে দেওয়া হয়েছিল। ছেলেটাকে ভীষণ বিচলিত দেখাচ্ছিল।’
Continues below advertisement

ইনদওর: রাস্তায় ঠেলা নিয়ে ডিম বিক্রি করছিল ১৩ বছরের পরশ। পুরসভার কর্মীরা বাধা দেন। একশো টাকা জরিমানা করার হুমকিও দেওয়া হয়। বলা হয়, রাস্তায় অবৈধভাবে ডিম বিক্রি করছে সে। তার ডিম বাজেয়াপ্ত করার হুঁশিয়ারিও দেওয়া হয়। পরে পরশের ঠেলাটি উল্টে ফেলে দেওয়ার অভিযোগ ওঠে পুরসভার কর্মীদের বিরুদ্ধে। ২২ জুলাই ইনদওরের সেই ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়।
ঘটনার পর সমালোচনার ঝড় বইতে থাকে। কড়া নিন্দা করা হয় পুরসভার কর্মীদের অমানবিক আচরণের। ঠেলা উল্টে যাওয়ায় প্রায় ৭-৮ হাজার টাকার ডিম নষ্ট হয় পরশের। কাঁদতে শুরু করে খুদে।
ভিডিওটি দেখার পর অনেকেই পরশকে নগদ অর্থ দিয়ে সাহায্য করেন। মধ্যপ্রদেশে কংগ্রেসের রাজ্যসভার সাংসদ দিগ্বিজয় সিংহ পরশ ও তার দাদার পড়াশোনার খরচ বহন করার প্রতিশ্রুতি দিয়েছেন। পাশাপাশি ১০ হাজার টাকা আর্থিক সাহায্যও দিয়েছেন। পাশাপাশি বিজেপির বিধায়ক রমেশ মেন্ডোলা বাইসাইকেল কিনে দিয়েছেন পরশকে। সঙ্গে দিয়েছেন ৪ জোড়া পোশাক, নগদ আড়াই হাজার টাকা। পাশাপাশি প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পের অধীনে পরশকে বাড়ি তৈরি করে দেওয়ার আশ্বাসও দিয়েছেন মেন্ডোলা।
যিনি ঘটনাটির ভিডিও করেছিলেন, সেই বিকাশ রাও সংবাদসংস্থাকে বলেছেন, ‘রাস্তার ফুটপাত থেকে ডিমের ঠেলাটা উল্টে দেওয়া হয়েছিল। ছেলেটাকে ভীষণ বিচলিত দেখাচ্ছিল।’
Continues below advertisement
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে