ঘটনার পর সমালোচনার ঝড় বইতে থাকে। কড়া নিন্দা করা হয় পুরসভার কর্মীদের অমানবিক আচরণের। ঠেলা উল্টে যাওয়ায় প্রায় ৭-৮ হাজার টাকার ডিম নষ্ট হয় পরশের। কাঁদতে শুরু করে খুদে।
ভিডিওটি দেখার পর অনেকেই পরশকে নগদ অর্থ দিয়ে সাহায্য করেন। মধ্যপ্রদেশে কংগ্রেসের রাজ্যসভার সাংসদ দিগ্বিজয় সিংহ পরশ ও তার দাদার পড়াশোনার খরচ বহন করার প্রতিশ্রুতি দিয়েছেন। পাশাপাশি ১০ হাজার টাকা আর্থিক সাহায্যও দিয়েছেন। পাশাপাশি বিজেপির বিধায়ক রমেশ মেন্ডোলা বাইসাইকেল কিনে দিয়েছেন পরশকে। সঙ্গে দিয়েছেন ৪ জোড়া পোশাক, নগদ আড়াই হাজার টাকা। পাশাপাশি প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পের অধীনে পরশকে বাড়ি তৈরি করে দেওয়ার আশ্বাসও দিয়েছেন মেন্ডোলা।
যিনি ঘটনাটির ভিডিও করেছিলেন, সেই বিকাশ রাও সংবাদসংস্থাকে বলেছেন, ‘রাস্তার ফুটপাত থেকে ডিমের ঠেলাটা উল্টে দেওয়া হয়েছিল। ছেলেটাকে ভীষণ বিচলিত দেখাচ্ছিল।’