মুম্বই: কৃষকদের আত্মহত্যার ইস্যুতে বিজেপি সাংসদ তথা বলিউড অভিনেত্রী হেমা মালিনীর নাম টেনে আনলেন মহারাষ্ট্রের এক নির্দল বিধায়ক। শাসক দলের পক্ষ থেকে কৃষকদের আত্মহত্যার জন্য মদকে অন্যতম কারণ হিসেবে উল্লেখ করার জবাব দিতে গিয়ে হেমার নাম টেনে বিতর্কিত মন্তব্য করে বসলেন অমরাবতী জেলার ওই বিধায়ক বাচ্চু কাদু। শাসক দলের যুক্তির বিরোধিতা করে বাচ্চু বলেছেন, 'যদি মদ্যপান কৃষকদের আত্মহত্যার কারণ হয়, তাহলে তো বহু অভিনেতাও প্রত্যেকদিন মদ্যপান করেন। হেমা মালিনী মদ্যপান করেন না? তাহলে তিনি আত্মহত্যা করেননি কেন?'
তাঁর এই মন্তব্য সম্পর্কে প্রশ্ন করা হলে বাচ্চু বলেছেন, তিনি হেমা মালিনীর নাম উদাহরণ দিতে গিয়ে উল্লেখ করেছেন। তিনি আরও বলেছেন, নান্দেদে একটি অনুষ্ঠানে সুনির্দিষ্ট প্রসঙ্গে ওই কথা বলেছেন। তাঁর ব্যাখ্যা, ‘সরকারি পক্ষের কয়েকজন ঋণ মকুব প্রসঙ্গে মদ্যপানকে কৃষকদের আত্মহত্যা কারণ বলে যে বিবৃতি দিয়েছেন, সেগুলির কথা উল্লেখ করে ওই মন্তব্য করেছিলাম। সরকার কিছুই করতে চায় না। তাহলে কীভাবে মদকে কৃষকদের আত্মহত্যার জন্য দায়ী করা হচ্ছে? অভিনেতারাও কি মদ্যপান করেন না? তাঁরা কি আত্মহত্যা করেছেন? এই প্রসঙ্গেই আমি হেমা মালিনীর কথা উল্লেখ করেছিলাম’।