মুম্বই: তাঁর সম্পর্কে মহারাষ্ট্রের নির্দল বিধায়ক বাচ্চু কাদুর আপত্তিকর মন্তব্যে ক্ষুব্ধ হেমা মালিনী জানিয়ে দিলেন, তিনি ব্যবস্থা নিচ্ছেন। গত সপ্তাহেই কাদুর কৃষকদের আত্মহত্যা নিয়ে একটি মন্তব্য ঘিরে শোরগোল চলছে। চাযিরা মদ্যপানে আসক্তির ফলেই আত্মহত্যায় পা বাড়ায় বলে দাবি কারও কারও। এর পাল্টা কাদু বলেন, ৭৫ শতাংশ এমএলএ, এমপি, সাংবাদিকই মদ খান। হেমা মালিনী তো রোজ মদ্যপান করেন। তিনি কি আত্মহত্যা করেছেন?


কেন কাদু মথুরার বিজেপি সাংসদকে টেনে আনলেন, প্রশ্ন উঠেছে। হেমা গতকাল নিজে বলেন, প্রথমে ভেবেছিলাম, এই লোকটির কথাবার্তা নিয়ে কিছু বলব না, বললে ওকেই পাবলিসিটি দেওয়া হয়ে যাবে, কিন্তু পরে আমার ঘনিষ্ঠজনেরা সকলেই বলেছেন, ওকে ছেড়ে দেওয়াটা ঠিক হবে না। আমি এমন ব্যবস্থা নেব যাতে আর কেউ আমার বা অন্য যে কোনও সেলেব্রিটির সঙ্গে এমন করতে না পারে।
যদিও ঠিক কী ধরনের পদক্ষেপ তিনি নিচ্ছেন, খোলসা করেননি হেমা।

কেন্দ্রীয় মন্ত্রিসভার ভিআইপিদের গাড়িতে লাল বাতি লাগানো বন্ধ করার সিদ্ধান্তেও তিনি খুশি বলে হেমা জানিয়েছেন।