তিরুঅনন্তপুরম: কেরলের রাজধানী তিরুঅনন্তপুরমে এবার মহিলাদের জন্য একটি বিশেষ রাস্তার ব্যবস্থা করা হচ্ছে। পরিকল্পনা অনুযায়ী, সেই রাস্তায় থাকবে বসার ব্যবস্থা, সিসিটিভি ক্যামেরা, মহিলাদের শৌচাগার, ন্যাপকিন ভেন্ডিং মেশিন, এফএম রেডিও। এছাড়া একটি দেওয়ালও থাকবে যেটির উপর বিভিন্ন ক্ষেত্রে সফল মহিলার ছবি আঁকা থাকবে।
তিরুঅনন্তপুরমের ডেপুটি মেয়র রাখি রবিকুমার জানিয়েছেন, ‘আমাদের রাজ্যের রাজধানীকে আদর্শ মহিলা-বান্ধব করে তোলা এবং মহিলাদের সুরক্ষার প্রতি আরও নজর দেওয়ার জন্যই এই উদ্যোগ নেওয়া হয়েছে। সরকারি মহিলা কলেজ জংশন থেকে কটনহিল গার্লস হায়ার সেকেন্ডারি স্কুলের মধ্যে থাকবে এই শি করিডর। এই প্রকল্পের জন্য দু কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। কিছুদিনের মধ্যেই কাজ শুরু হবে।’
থাকছে বসার ব্যবস্থা, সিসিটিভি, শৌচাগার, ন্যাপকিন ভেন্ডিং মেশিন, কেরলে মহিলাদের জন্য হচ্ছে ‘শি-করিডর’
Web Desk, ABP Ananda
Updated at:
09 Apr 2018 03:57 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -