নয়াদিল্লি: নোট বাতিলের পর বাজারে এসেছে নতুন পাঁচশো, দুশো, দশ এবং দু হাজার টাকার নোট। এবার বাজারে আসতে চলেছে নয়া একশো টাকার নোট। বেগুনী রঙের এই নোট খুব তাড়াতাড়িই এসে পড়বে বাজারে।
সূত্রের খবর, নতুন একশো টাকার নোট ছাপানো শুরু হয়ে গিয়েছে। অগাস্টেই বাজারে চলে আসবে। এই নোটের সবচেয়ে বড় বিশেষত্ব, হোসাঙ্গাবাদের সিকিউরিটি পেপার মিলে স্বদেশীয় কাগজ এবং কালি ব্যবহার করা ছাপানো হচ্ছে নোট।
তবে একশো টাকার এই নতুন নোটের সঙ্গে পুরনো নোটগুলোও বাজারে থাকবে। সেগুলো আপাতত সরিয়ে নেওয়া হবে না।
বেগুনী রঙের নতুন একশো টাকার নোট আসছে বাজারে, কিছু তথ্য জেনে রাখুন
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
17 Jul 2018 12:17 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -