সুপ্রিম কোর্টের রায়ের পর হিরো ও হোন্ডার বিএস-৩ বাইকে ১২,৫০০ টাকা পর্যন্ত ছাড়ের ঘোষণা
ABP Ananda, web desk | 30 Mar 2017 02:12 PM (IST)
ফাইল ছবি
নয়াদিল্লি: পরিবেশ দূষণরোধে আগামী ১ এপ্রিল থেকে দেশজুড়ে ভারত স্টেজ-৩ (বিএস-৩) গাড়ির বিক্রি ও রেজিস্ট্রেশনের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে সুপ্রিম কোর্ট। এর পরিপ্রেক্ষিতে স্টক খালি করতে দেশের দুই প্রধান মোটরসাইকেল নির্মাণকারী সংস্থা হিরো মোটোকর্প এবং হোন্ডা মোটরসাইকেল অ্যান্ড স্কুটার ইন্ডিয়া (এইচএমএসআই) তাদের বাইক বিক্রির ক্ষেত্রে সাড়ে বারো হাজার টাকা পর্যন্ত ডিসকাউন্টের অফার দিয়েছে। সুপ্রিম কোর্টের নির্দেশের ফলে বিএস-৩ মাপকাঠি মেনে তৈরি প্রায় ৮ লক্ষ গাড়ির মজুত নিয়ে সংকটে পড়েছে সংশ্লিষ্ট কোম্পানিগুলি। এরমধ্যে মোটরসাইকেলের মজুতের সংখ্যাই ৬.৭ লক্ষ। ডিলাররা জানিয়েছেন, এই অবস্থায় 'নজিরবিহীন ডিসকাউন্ট' দিয়ে নির্দিষ্ট সময়সীমার মধ্যে মজুত গাড়িগুলির যতটা বেশি সম্ভব বিক্রি করাই আপাতত লক্ষ্য কোম্পানিগুলির। হিরো তাদের বিএস-৩ টু-হুইলারের ক্ষেত্রে সাড়ে বারো হাজার টাকা পর্যন্ত ডিসকাউন্ট দিচ্ছে। ডিলাররা জানিয়েছেন, কোম্পানি তাদের স্কুটারের ক্ষেত্রে ১২,৫০০ টাকা, প্রিমিয়াম বাইকগুলির ক্ষেত্রে ৭,৫০০ হাজার ও কম দামের বাইকগুলির ক্ষেত্রে ৫ হাজার টাকা ছাড় দিচ্ছে। অন্যদিকে, এইচএমএসআই তাদের বিএস-৩ স্কুটার ও বাইকের ওপর ১০ হাজার টাকার ছাড় দিচ্ছে। দুটি কোম্পানিই জানিয়েছে, মজুত থাকা পর্যন্ত বা ৩১ মার্চ পর্যন্ত এই অফার চালু থাকবে। ফেডারেশন অফ অটোমোবাইল ডিলার্সের পক্ষ থেকে এই ধরনের ছাড়কে নজিরবিহীন বলে মন্তব্য করেছে।