নয়াদিল্লি: সমুদ্রে দুটি সন্দেহজনক নৌকার ঘোরাফেরার খবরের পরিপ্রেক্ষিতে দুই উপকূলবর্তী রাজ্য মহারাষ্ট্র ও গুজরাতে হাই অ্যালার্ট জারি করা হয়েছে। ওই দুটি নৌকা পাকিস্তান থেকে এসেছে বলে মনে করা হচ্ছে। এরই ভিত্তিতে  হাই অ্যালার্ট জারি করেছে দেশের মাল্টি-এজেন্সি সেন্টার। ওই দুটি নৌকার সন্দেহজনক গতিবিধি সম্পর্কে দুটি রাজ্য দুটি রাজ্যকে সতর্ক করে দেওয়া হয়েছে।
উরি হামলার পরিপ্রেক্ষিতে ভারত-পাক সম্পর্কে তীব্র টানাপোড়েন তৈরি হয়েছে। এই অবস্থায় নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে পাক অধিকৃত কাশ্মীরে জঙ্গি ঘাঁটিতে ভারতীয় সেনার সার্জিক্যাল স্ট্রাইকের ফলে দুই দেশের সম্পর্কের উত্তেজনা চরমে পৌঁছেছে।
এরই মধ্যে আরব সাগরে দুটি নৌকার সন্দেহজনক গতিবিধিতে নিরাপত্তা সংস্থাগুলি অশনি সংকেত দেখছে। কেননা, এইভাবে আরব সাগর পেরিয়ে মুম্বইয়ে ২০০৮-এ পাকিস্তান থেকে এসে নৃশংস হামলা চালিয়েছিল জঙ্গিরা। গোয়েন্দা সূত্রে খবর, সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অক্ষাংশ ও দ্রাঘিমাংশ উল্লেখ করে নৌকা দুটির অবস্থানের কথা জানানো হয়েছে। একটি নৌকা যন্ত্রে গোলযোগের জন্য এখনও পাক জলসীমায় রয়েছে। অন্যটি প্রথম নৌকার কাছেই রয়েছে।
উল্লেখ্য, গত রবিবারই গুজরাত উপকূলে ৯ সন্দেহভাজন সহ একটি পাক নৌকা পাকড়াও করে ভারতীয় উপকূলরক্ষী বাহিনীর জাহাজ 'সমুদ্র পাবক'। প্রাথমিকভাবে জানা গেছে, ওই নৌকার  যাত্রীরা পাক মত্স্যজীবী। যদিও বিস্তারিত তদন্তের জন্য ওই নৌকা ও যাত্রীদের পোরবন্দরে নিয়ে আসা হয়েছে।
ভারতের সার্জিক্যাল স্ট্রাইকের পর পাকিস্তান বা জঙ্গিরা পাল্টা হামলা চালাতে বলে আশঙ্কা করা হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে স্থল ও জল সীমান্ত জুড়ে সতর্কতা জারি করেছে সেনা।
উপকূলরক্ষী বাহিনী জানিয়েছে, উপকূলে নজরদারি বাড়ানো হয়েছে। মত্স্যজীবী ও সংশ্লিষ্ট অন্যান্যদের সতর্ক থাকতে বলেছে উপকূলরক্ষী বাহিনী। অস্বাভাবিক কোনও কিছু দেখলে তত্ক্ষণাত্ তা জানাতে বলা হয়েছে।