পাঠানকোট: পঞ্জাবের পাঠানকোট জেলায় হাই অ্যালার্ট। গতকাল রাতে মামুন সেনা ছাউনির কাছে একটি সন্দেহজনক ব্যাগ পাওয়া গিয়েছে।
এরপরই জারি হয়েছে হাই অ্যালার্ট, সেনা ও সোয়াট কম্যান্ডো বাহিনী চালাচ্ছে তল্লাশি অপারেশন।
গতকাল এখানেই একটি চটের বস্তায় তিনটি সেনা ইউনিফর্ম পাওয়া যায়। বস্তার ওপর লেখা ছিল জম্মু। এ মাসের শুরুতেও মামুন সেনা ছাউনির কাছে মালিকানাহীন ব্যাগ পাওয়া যায়। ব্যাগগুলি থেকে উদ্ধার হয় দুটি মোবাইল টাওয়ার ব্যাটারি।
গত ২ বছরে পঞ্জাবে দুটি জঙ্গি হানা ঘটেছে। প্রথম ঘটনাটি ঘটে ২০১৫-র জুলাইতে, গুরুদাসপুর জেলার দীননগর শহরের একটি পুলিশ স্টেশনে ঢুকে পড়ে তিনজন সশস্ত্র জঙ্গি। হামলায় ১ পুলিশ সুপার সহ ৭ জনের মৃত্যু হয়। পাল্টা গুলিতে খতম হয় ওই তিন জঙ্গিও।
দ্বিতীয় ঘটনাটি ঘটে এই পাঠানকোটেই। গত বছর পয়লা জানুয়ারি গভীর রাতে বায়ু সেনা ছাউনিতে হামলা চালায় সীমান্ত টপকে আসা ৪ জঙ্গি। এতে ৭ সেনা কর্মীর মৃত্যু হয়।
পাওয়া গেল সন্দেহজনক ব্যাগ, হাই অ্যালার্ট পাঠানকোটে
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
29 May 2017 10:50 AM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -