রাঁচি: পশুখাদ্য কেলেঙ্কারি সংক্রান্ত দেওঘর ট্রেজারি মামলায় বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী লালুপ্রসাদ যাদবের জামিনের আবেদন খারিজ করে দিল ঝাড়খণ্ড হাইকোর্ট। বিচারপতি অপরেশ কুমার সিংহ বলেছেন, এই দুর্নীতি যখন হয়েছিল, তখন লালুই বিহারের মুখ্যমন্ত্রী ও অর্থমন্ত্রী ছিলেন। তাঁর অগোচরে কিছু হয়েছে বলে মনে হয় না। তাই তাঁর জামিন মঞ্জুর করা যাবে না।
জাল নথি দেখিয়ে দেওঘর ট্রেজারি থেকে ৮৯.২৭ লক্ষ টাকা তুলে নেওয়া হয়েছিল বলে অভিযোগ। এই মামলায় লালুকে দোষী সাব্যস্ত করে গত ২৩ ডিসেম্বর তাঁর সাড়ে তিন বছরের কারাদণ্ডের নির্দেশ দেয় বিশেষ সিবিআই আদালত। এরপর থেকে তিনি রাঁচির বীরসা মুন্ডা জেলে আছেন।
চাইবাসা ট্রেজারি থেকেও পশুখাদ্য সংক্রান্ত জাল নথি দেখিয়ে কোটি কোটি টাকা তুলে নেওয়ার দু’টি মামলায় দোষী সাব্যস্ত হয়েছেন লালু। একটি মামলায় ৩৭.৭ কোটি টাকার কেলেঙ্কারির দায়ে ২০১৩ সালের ৩০ সেপ্টেম্বর পাঁচ বছরের কারাদণ্ড হয় তাঁর। পরে অবশ্য জামিন পান তিনি। অন্য একটি মামলায় ৩৭.৬২ কোটি টাকা দুর্নীতির অভিযোগ প্রমাণিত হওয়ায় বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রীর পাঁচ বছরের কারাদণ্ডের সাজা দেয় বিশেষ সিবিআই আদালত। দুমকা ট্রেজারি থেকে ৩.৯৭ কোটি টাকা এবং দোরান্দা ট্রেজারি থেকে ১৮৪ কোটি টাকা তুলে নেওয়া সংক্রান্ত আরও দু’টি মামলায় অভিযুক্ত লালু।
পশুখাদ্য কেলেঙ্কারি: দেওঘর ট্রেজারি মামলায় লালুর জামিনের আর্জি খারিজ ঝাড়খণ্ড হাইকোর্টের
Web Desk, ABP Ananda
Updated at:
23 Feb 2018 05:00 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -