নয়াদিল্লি: হজ ভর্তুকি ইস্যুটি খতিয়ে দেখতে সরকার একটি উচ্চপর্যায়ের কমিটি তৈরি করেছে বলে জানালেন কেন্দ্রীয় সংখ্যালঘু বিষয় সংক্রান্ত প্রতিমন্ত্রী মুখতার আব্বাস নকভি।
হজ ভর্তুকি আস্তে আস্তে কমিয়ে ২০২২-এর মধ্যে একেবারে তুলে দিতে বলে ২০১২ সালে সুপ্রিম কোর্ট যে নির্দেশ দিয়েছিল, তারই পরিপ্রেক্ষিতে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন তিনি।
প্রসঙ্গত, দুদিন আগেই সৌদি আরব ভারতের হজের কোটা ৩৪৫০০ বাড়িয়েছে। এর ফলে এখন ভারত থেকে হজে যেতে পারবেন ১ লক্ষ ৭০ হাজার পূন্যার্থী।
এই প্রেক্ষাপটে শুক্রবার এক অনুষ্ঠানে নকভি জানান, হজের ভর্তুকির বিষয়টি নিয়ে নানা সময়ে প্রশ্ন উঠেছে, বিতর্কও মাথাচাড়া দিয়েছে। আমরা ভর্তুকি সংক্রান্ত নানা দিক খতিয়ে দেখতে উচ্চ পর্যায়ের কমিটি গড়েছি। কমিটি সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে কথা বলে শীঘ্রই তাদের সুপারিশ জমা দেবে। আমরা কমিটিকে পূর্ণ স্বাধীনতা দিয়েছি। কিন্তু যে বিষয়টি দেখা দরকার, তা হল, ভর্তুকি পুরোপুরি উঠে গেলে হজযাত্রীরা কি এখনকার সমান অর্থ বা তার চেয়ে কম খরচে যাত্রা করতে পারবেন। কমিটি সে ব্যাপারে মতামত দিতে পারে।
এদিন অ্যাংলো ইন্ডিয়ান সম্প্রদায়ের প্রতিনিধিদের সঙ্গে কথা বলে দেশ গঠনে তাদের অবদানের উল্লেখ করেন, তাঁর মন্ত্রক ওই গোষ্ঠীর ক্ষমতায়নে কাজ করবে বলে জানান নকভি।