ট্রেন্ডিং

ছেলেকেই দল থেকে বের করে দিলেন লালুপ্রসাদ যাদব, বললেন, 'নাম নষ্ট করছে'

১০ লক্ষ টাকার বিনিময়ে মেডিক্যাল কলেজকে পছন্দমতো রিপোর্টের আশ্বাস, CBI-এর হাতে গ্রেফতার বর্ধমানের চিকিৎসক !

জাল পাসপোর্ট তৈরি মামলায় কলকাতায় গ্রেফতার যুবক

‘ইউনূস জঙ্গি নেতা, দেশ বেচে দিচ্ছেন’, তীব্র আক্রমণে হাসিনা

মঙ্গলাহাটে আগুন-আতঙ্ক, ঘটনাস্থলে দমকলের ৫টি ইঞ্জিন
স্নান করতে গিয়ে বিপত্তি, গঙ্গায় তলিয়ে গেলেন যুবক
অমরনাথ হামলার পরে জম্মু ও কাশ্মীরে সর্বোচ্চ সতর্কতা জারি, জানাল স্বরাষ্ট্র মন্ত্রক
Continues below advertisement

নয়াদিল্লি: জঙ্গি হামলায় সাত অমরনাথ যাত্রীর মৃত্যুর পরিপ্রেক্ষিতে জম্মু ও কাশ্মীরে সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে। আজ এমনই জানাল স্বরাষ্ট্র মন্ত্রক। এক বিবৃতিতে বলা হয়েছে, ‘সাম্প্রতিক জঙ্গি হামলায় অমরনাথ যাত্রীদের দুর্ভাগ্যজনক মৃত্যু এবং আহত হওয়ার কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও স্বরাষ্ট্র মন্ত্রী রাজনাথ সিংহের নির্দেশে কেন্দ্রীয় মন্ত্রীদের একটি দল শ্রীনগরে যান। সেই দলে ছিলেন প্রধানমন্ত্রীর দফতরের রাষ্ট্রমন্ত্রী জিতেন্দ্র সিংহ এবং স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হংসরাজ আহির। তাঁরা জম্মু ও কাশ্মীরের রাজ্যপাল এন এন ভোরা ও মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতির সঙ্গে দেখা করে নিরাপত্তার বিষয়ে আলোচনা করেন। স্থানীয় সেনা কমান্ডার, সিআরপিএফ-এর ডিজি, পুলিশ প্রধান, মুখ্যসচিব এবং বিএসএফ ও অন্যান্য নিরাপত্তা সংস্থাগুলির আধিকারিকদের সঙ্গেও নিরাপত্তা নিয়ে আলোচনা করেছেন কেন্দ্রীয় মন্ত্রীরা। তাঁরা বলেছেন, সারা দেশ কাশ্মীরের মানুষ ও তীর্থযাত্রীদের পাশে আছে। নতুন প্রাণশক্তি নিয়ে চলবে অমরনাথ যাত্রা।
সাংবাদিক সম্মেলনে আহির বলেছেন, ‘ভবিষ্যতে অমরনাথ যাত্রায় জঙ্গি হামলা ঠেকাতে নিরাপত্তা বাড়ানোর চেষ্টা করা হচ্ছে। এতে আমরা খুশি। নিরাপত্তার ব্যবস্থা খতিয়ে দেখেছি আমরা। নিরাপত্তা সংস্থাগুলির সঙ্গেও কথা হয়েছে। কেন্দ্র ও রাজ্য সরকার অমরনাথ যাত্রার নিরাপত্তার বিষয়টিকে অত্যন্ত গুরুত্ব দিচ্ছে। গত ৩০ বছর ধরেই এখানে সন্ত্রাসের ছায়া আছে। প্রতি বছরই নিরাপত্তা জোরদার করা হয়। রাজ্য পুলিশ ও অন্যান্য নিরাপত্তা সংস্থাগুলি উপযুক্ত ব্যবস্থা নিচ্ছে।’
Continues below advertisement
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে