লখনউ: ফের জাতীয় সড়কে গণধর্ষণ। এবার লালসার শিকার এক স্কুল শিক্ষিকা। ধর্ষণ করেই থেমে থাকেনি অভিযুক্তরা, তরুণীর নগ্ন ছবিও তুলে রাখা হয়েছে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার ভোরে দিল্লি-লখনউ জাতীয় সড়ক ২৪-এর ওপর বরেলির কাছে সিবি গঞ্জ এলাকায়।
আক্রান্ত ওই শিক্ষিকা ওই সময় তাঁর স্কুলে যাচ্ছিলেন। তরুণীটি যখন মঙ্গলবার সকালে জাতীয় সড়ক ২৪-এর কাছে কাদুয়া মোড়ে পৌঁছয়, তখন সেখানে একটি গাড়ির মধ্যে বসে থাকা তিনজন ব্যক্তি তাঁকে জোর করে গাড়িতে তুলে নেয়। মেয়েটি চিত্কার করার আগেই ওই তিন অভিযুক্ত ব্যক্তি গাড়ি চালিয়ে ফাঁকা জায়গায় চলে যায়। সেখানে বন্দুকের নলের সামনে তাঁকে ধর্ষণ করা হয়। শুধু ধর্ষণ করেই থামেনি তারা। তরুণীর নগ্ন ছবি তুলে রেখে তাঁকে হুমকি দেওয়া হয়েছিল, পুলিশে গেলে এই ছবি ফাঁস করে দেওয়া হবে। এরপর মহিলাকে জাতীয় সড়কের ওপর এক ফাঁকা জায়গায় ফেলে রেখে পালিয়ে যায় অভিযুক্তরা।
এরপর কোনওভাবে নিজের বাড়ি গিয়ে পরিবারের সদস্যদের পুরো ঘটনার কথা জানিয়ে দেন তরুণী। তাঁরা তারপর পুলিশে অভিযোগ দায়ের করলে, ঘটনাস্থলে যায় পুলিশ। অভিযুক্তদের বিরুদ্ধে এফআইআরও দায়ের করা হয়েছে।
সম্প্রতি উত্তরপ্রদেশে অপরাধের হার বেড়ে যাওয়ার জন্যে মারাত্মক সমালোচনার মুখে পড়তে হয় উত্তরপ্রদেশ পুলিশকে। এই ঘটনার পর চারিদিকে তল্লাশি অভিযান শুরু করে দিয়েছে পুলিশ। পুলিশ সূত্রে খবর, অভিযুক্তরা শীঘ্রই ধরা পড়বে।
বুলন্দশহরে মা এবং কিশোরী কন্যাকে জাতীয় সড়কের ওপর জঘন্যভাবে ধর্ষণের চারদিনের মাথায় ফের একই ঘটনা ঘটল।
জাতীয় সড়কে গণধর্ষণ শিক্ষিকাকে, তুলে রাখা হল নগ্ন ছবিও
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
03 Aug 2016 06:36 AM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -