- হাইক মেসেঞ্জার না থাকলে তা ডাউনলোড করতে হবে বা সেপ্টেম্বর থেকে আপডেট করা না হলে হাইক মেসেঞ্জার আপডেট করতে হবে।
- যে বন্ধুর সঙ্গে যোগাযোগ করা হবে তার চ্যাট থ্রেড সিলেক্ট করতে হবে।
- উপরে ডানদিকে কল বাটন ট্যাপ করলে ভয়েস অথবা ভিডিও কলিংয়ের অপশন আসবে।
সমস্ত গ্রাহকদের জন্য ভিডিও কলিং ফিচার হাইকের
ABP Ananda, web desk | 26 Oct 2016 07:42 PM (IST)
নয়াদিল্লি: ইন্সট্যান্ট মেসিজিং অ্যাপ হোয়াটস্যাপের পর এবার ভিডিও কলিং ফিচার নিয়ে এল হাইক। হোয়াটস্যাপ তাদের বিটা অ্যাপে ভিডিও কলিং ফিচার চালু করছে বলে খবর। এরইমধ্যেই হাইক তাদের সমস্ত গ্রাহকদের জন্যই এই ফিচার চালু করার ঘোষণা করেছে। গত সেপ্টেম্বর থেকেই তাদের বিটা ভার্সনে পরীক্ষামূলকভাবে ভিডিও কলিং ফিচার চালু করেছিল। এবার থেকে অ্যান্ড্রয়েড ব্যবহারকারী সহ হাইকের সমস্ত গ্রাহকরাই এই সুবিধা পাবেন। হাইকে ভিডিও কলিং ফিচার পেতে কী করতে হবে-