নয়াদিল্লি: গুজরাত বিধানসভা নির্বাচনে বিজেপিকে কড়া টক্কর দিলেও কংগ্রেসের হাতছাড়া হিমাচলপ্রদেশ। ৫ বছর পর ফুটল পদ্ম।

হিমাচলপ্রদেশের ৬৮টি আসনের মধ্যে বিজেপি পেয়েছে ৪৪টি আসন। তাদের প্রাপ্ত ভোটের হার ৪৮.৭%। ২১টি আসন কংগ্রেসের ঝুলিতে। শতাংশের হিসেবে যা ৪১.৮।অন্যান্যের দখলে ৩টি আসন।

১৯৮৫ সাল থেকেই হিমাচলপ্রদেশে ৫ বছর অন্তর সরকার পরিবর্তন হয়ে আসছে। পাঁচ বছর অন্তর ঘুরিয়ে ফিরিয়ে কংগ্রেস-বিজেপিকে ক্ষমতায় আনে হিমাচল প্রদেশের জনতা। এবারও সেই ধারা অব্যাহত রইল। কংগ্রেসকে হারিয়ে ক্ষমতা দখল করল বিজেপি।

গুজরাতের সঙ্গে হিমাচলের জয়ে সন্তোষ ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও বিজেপি সভাপতি অমিত শাহ।

তবে এই জয়ের মধ্যে বিজেপির কাঁটা রয়েছে।যাকে মুখ্যমন্ত্রী পদপ্রার্থী করে ভোটে লড়েছিল বিজেপি, সেই প্রেমকুমার ধূমল ভোটে হেরে গিয়েছেন।

হেরে গিয়েছেন হিমাচলে বিজেপির রাজ্য সভাপতি সতপাল সাট্টিও।

যদিও কংগ্রেসের মুখরক্ষা করেছেন বীরভদ্র সিংহ। মুখ্যমন্ত্রীত্ব চলে গেলেও, আরকি আসন থেকে জিতেছেন হিমাচলের বিদায়ী মুখ্যমন্ত্রী।

কংগ্রেসের টিকিটে সিমলা গ্রামীণ আসন থেকে জিতেছেন বীরভদ্রের ছেলে বিক্রমাদিত্য সিংহও।

হিমাচল প্রদেশের থিয়োগ বিধানসভা কেন্দ্রে জিতেছে সিপিএম

# বিজেপি সহজেই হিমাচল প্রদেশের বিধানসভা নির্বাচনে জয় পেলেও, হেরে গেলেন মুখ্যমন্ত্রী প্রার্থী প্রেমকুমার ধুমল। তিনি সুজনপুর কেন্দ্রে কংগ্রেসের রাজিন্দর রানার কাছে হারলেন

# মিলছে ৬৮টি আসনেরই পূর্বাভাস, ৪৩টি আসনে এগিয়ে বিজেপি, কংগ্রেস ২১

# এগিয়ে মুখ্যমন্ত্রী কংগ্রেসের বীরভদ্র সিংহ, পিছিয়ে বিজেপির মুখ্যমন্ত্রী প্রার্থী প্রেমকুমার ধুমল


# ৪০টি আসনে এগিয়ে বিজেপি, কংগ্রেস ২৪


# সংখ্যাগরিষ্ঠতা পেল বিজেপি


# বিজেপি ২৯, কংগ্রেস ১৩


# ৯টা বেজে ৯ মিনিট- বিজেপি ২৫, কং ১৩

# ৮টা বেজে  ৫৬ মিনিট- বিজেপি ২১, কং ১২

# ৮টা বেজে  ৪৯ মিনিট- বিজেপি ১৬, কং ১১

# লাহৌল স্পিতিতে এগিয়ে বিজেপি


# ৮টা বেজে  ৪৫ মিনিট- বিজেপি ১৬, কং ১০

# ৮টা বেজে  ৪২ মিনিট- বিজেপি ১৫, কং ৮


# কুটেলগড়, বৈজনাথে এগিয়ে বিজেপি, চাম্বায় কংগ্রেস

# ৮টা বেজে  ৪০ মিনিট- বিজেপি ১০, কং ৫

# ফতেহপুর, উনা আসনে এগিয়ে বিজেপি, জয়সিংহপুরে কংগ্রেস


# ৮টা বেজে  ৩৭ মিনিট- বিজেপি ৯, কং ৪

# ৮টা বেজে ৩২ মিনিট- বিজেপি ৮, কং ৪

# ৮টা বেজে ২৬ মিনিট- বিজেপি ৬, কং ৩

# ৮টা বেজে ২৫ মিনিট- বিজেপি ৫, কং ২

# ৮টা বেজে ২৩ মিনিট- বিজেপি ৪, কং ৩

# ৮টা  বেজে ২০ মিনিট- বিজেপি, ৪, কং ২