হিমাচলপ্রদেশে বাস দুর্ঘটনা, মৃত ৭, আহত অন্তত ১২
Web Desk, ABP Ananda | 13 May 2018 04:32 PM (IST)
সিমলা: হিমাচলপ্রদেশের শ্রীমৌর জেলার রাজগড় মহকুমার নেই-নেতি অঞ্চলে বাস দুর্ঘটনায় মৃত্যু হল অন্তত সাতজনের। আহত অন্তত ১২। আজ সকাল ৯টা নাগাদ এই দুর্ঘটনা ঘটে। একটি বেসরকারি বাস নিয়ন্ত্রণ হারিয়ে গিরিসঙ্কটে পড়ে যায় বলে জানা গিয়েছে। বাসটি মানভা থেকে সোলানের দিকে যাচ্ছিল। পুলিশ সূত্রে খবর, রাজগড় থেকে ২৫ কিমি দূরে সানোরা-নেরিপুল সড়কে এই দুর্ঘটনা ঘটেছে। খবর পেয়েই জেলা প্রশাসনের আধিকারিকরা ও পুলিশকর্মীরা ঘটনাস্থলে যান। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয়রাও উদ্ধারকার্যে হাত লাগান। বাসটিতে আটকে থাকা দেহগুলি উদ্ধার করার জন্য জেসিবি মেশিন ব্যবহার করা হচ্ছে।