সিমলা: বুথ ফেরত সমীক্ষা যতই বিজেপি-র সহজ জয়ের ইঙ্গিত দিক না কেন, হিমাচল প্রদেশে ক্ষমতা ধরে রাখার বিষয়ে আত্মবিশ্বাসী কংগ্রেস। মুখ্যমন্ত্রী বীরভদ্র সিংহ বলেছেন, ‘আমি রাজ্যর মানুষের মনোভাব বুঝতে পারছি। আমি আত্মবিশ্বাসী, বিজেপি-র দাবি মিথ্যা প্রমাণিত হবে। আমরাই ক্ষমতায় ফিরব।’ পাল্টা প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রেম কুমার ধূমল বলেছেন, ‘বুথফেরত সমীক্ষা দেখে কংগ্রেস হতাশ। সেই কারণেই ওরা ভিত্তিহীন মন্তব্য করছে। বুথ ফেরত সমীক্ষায় যে ইঙ্গিত দেওয়া হয়েছে, বিজেপি তার চেয়ে বেশি আসনে জয়লাভ করবে।’


৬৮ আসনের হিমাচল প্রদেশ বিধানসভা নির্বাচনে গতবার ৩৬টি আসনে জয় পেয়েছিল কংগ্রেস। বিজেপি জিতেছিল ২৬টি আসনে। আগামীকাল সকাল আটটা থেকে শুরু হবে ভোটগণনা। বুথ ফেরত সমীক্ষা যদি সত্যি হয়, তাহলে এই রাজ্যও কংগ্রেসের হাতছাড়া হচ্ছে। ফলে ২০১৯ সালে লোকসভা নির্বাচনের আগে কংগ্রেসের নয়া সভাপতি রাহুল গাঁধীর কাজটা আরও কঠিন হয়ে যাবে।