নয়াদিল্লি: হিমাচল প্রদেশে আসন্ন বিধানসভা নির্বাচনে প্রার্থীতালিকা প্রকাশ করল বিজেপি। আজ ৬৮ জনের তালিকা প্রকাশ করা হয়েছে। এই তালিকায় রয়েছে প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রেম কুমার ধুমল সহ কয়েকজন প্রাক্তন মন্ত্রীর নাম। সুজনপুর কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন ধুমল। তিনি এর আগে হামিরপুর কেন্দ্র থেকে লড়াই করেছিলেন। এবার সেই কেন্দ্রে লড়বেন নরেন্দ্র ঠাকুর। প্রাক্তন মন্ত্রীদের মধ্যে রাজীব বিন্দল দাঁড়াচ্ছেন নাহান কেন্দ্র থেকে, নরিন্দর ব্রাগতা জুব্বল-কোটখাই কেন্দ্র থেকে। মাত্র তিনদিন আগেই কংগ্রেস ছেড়ে বিজেপি-তে যোগ দেওয়া প্রাক্তন মন্ত্রী অনিল শর্মা মান্ডি কেন্দ্র থেকে লড়াই করবেন। হিমাচলে বিধানসভা নির্বাচনে ভোটগ্রহণ করা হবে ৯ নভেম্বর। মনোনয়ন পেশ করার শেষ দিন এ মাসের ২৩ তারিখ। দু’দিন আগেই শুরু হয়েছে মনোনয়ন পেশ। বিজেপি আজ ৬৮ জন প্রার্থীর নাম ঘোষণা করলেও, কাউকে মুখ্যমন্ত্রী প্রার্থী হিসেবে ঘোষণা করেনি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও দলীয় সভাপতি অমিত শাহের ছবি সামনে রেখেই প্রচার করছে বিজেপি।