হিমাচল প্রদেশ বুথ ফেরত সমীক্ষা
হিমাচল প্রদেশ বুথ ফেরত সমীক্ষা ২০১৭ আপডেট
হিমাচল প্রদেশের বিধানসভার ৬০ আসনের বুথ ফেরত সমীক্ষা অনুসারে রাজ্য পরিবর্তন হতে চলেছে। কংগ্রেসকে বিপর্যস্ত করে ক্ষমতায় আসতে চলেছে বিজেপি।
সমীক্ষা অনুসারে, হিমাচলে বিজেপি ৪৫ ও কংগ্রেস ৪২ শতাংশ ভোট পেতে পারে।অন্যান্যরা পেতে পারে ১৩ শতাংশ ভোট।
বিজেপি পেতে পারে ৩৮, কংগ্রেস জিততে পারে ২৯ আসনে। অন্যান্য ১ টি আসন পেতে পারে।
হিমাচল প্রদেশে গত ৯ ডিসেম্বর এক দফাতেই ৬৮টি বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ হয়েছে। সেদিন বিকাল ৫টা পর্যন্ত ভোট পড়েছে ৭৪ শতাংশ। সেখানে লড়াই কংগ্রেস সরকারের মুখ্যমন্ত্রী বীরভদ্র সিংহের সঙ্গে বিজেপির মুখ্যমন্ত্রী পদপ্রার্থী প্রেমকুমার ধুমলের। বীরভদ্রের সামনে ক্ষমতা ধরে রাখার কঠিন লড়াই এবার। বর্তমান বিধানসভায় কংগ্রেসের শক্তি ৩৫, বিজেপির ২৮। চার জন নির্দল বিধায়ক রয়েছেন। একটি আসন শূন্য। এবার ভোটে ১৮০ জনের বেশি নির্দল প্রতিদ্বন্দিতা করছেন।
হিমাচল প্রদেশ বুথ ফেরত সমীক্ষা ২০১৭ আপডেট, ৩৮ আসন পেয়ে ক্ষমতায় আসতে পারে বিজেপি
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
14 Dec 2017 02:57 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -