মুজফ্ফরনগর: সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য নজির গড়লেন জেলবন্দীরা। রমজান উপলক্ষ্যে মুসলিম সহবন্দীদের সঙ্গে ‘রোজা’ করছেন হিন্দু বন্দীরাও। উল্লেখ্য, পবিত্র রমজান মাসে ভোর থেকে সূর্যাস্ত পর্যন্ত উপবাস করেন ধর্মপ্রাণ মুসলিমরা। গতকাল রমজান মাস শুরু হয়েছে। এই উপলক্ষ্যে রমজানের প্রথম দিনে জেলার এই সংশোধনাগারের ১,১৫০ জন মুসলিম বন্দীর সঙ্গে উপবাসে সামিল হলেন ৬০ জন হিন্দু বন্দীও। কারাকর্তা সতীশ ত্রিপাঠী এ কথা জানিয়েছেন।

তিনি জানিয়েছেন, বন্দীদের প্রার্থনা এবং ভোরের ‘সেহরি’ ও দিন শেষে ‘ইফতারের’ জন্য বিশেষ বন্দোবস্ত করা হয়েছে। মরশুমি ফল, খেজুর এবং দুধ দেওয়া হচ্ছে।