অমৃতসর: অমৃতসরে প্রকাশ্যে দিবালোকে একটি হিন্দুত্ববাদী সংগঠনের নেতাকে গুলি করে খুন। পুলিশ জানিয়েছে, অমৃতসর-বাতালা রোডে জনবহুল ভারত নগর এলাকায় একটি দোকানের বাইরে বন্ধুদের সঙ্গে দাঁড়িয়েছিলেন হিন্দু সংঘর্ষ সেনার জেলা প্রধান বিপান শর্মা (৪৫)। সেই সময়ই চার অজ্ঞাত পরিচয় মুখোশ পরিহিত দুষ্কৃতি তাঁকে লক্ষ্য করে গুলি চালায়। প্রায় ১২ টি বুলেট তাঁর শরীরে বিঁধে যায়। এরপর দুষ্কৃতীরা মোটরসাইকেলে চড়ে পালিয়ে যায়।

শর্মাকে দ্রুত এসকর্ট হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাঁকে মৃত ঘোষণা করা হয়।

গত ১৭ অক্টোবর লুধিয়ানায় খুন হয়েছিলেন আরএসএস নেতা রবীন্দর গোসাইন। এর কয়েকদিনের মধ্যেই খুন হলেন শর্মা।

অমৃতসরের পুলিশ কমিশনার এস এস শ্রীবাস্তব জানিয়েছেন,এলাকার বিভিন্ন স্থানে থাকা সিসিটিভিতে পুরো ঘটনা ধরা পড়েছে। সিসিটিভি ফুটেজগুলি সংগ্রহ করা হয়েছে। পুলিশ আততায়ীদের স্কেক এঁকে তাদের শনাক্ত করার চেষ্টা করছে।

কমিশনার জানিয়েছেন, শর্মাকে হত্যার উদ্দেশ্য নিয়েই এসেছিল দুষ্কৃতীরা। এর আগে শর্মা কোনও হুমকি পেয়েছিলেন কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে।

নিহত হিন্দুত্ববাদী নেতার আত্মীয় ও বন্ধুবান্ধব দাবি করেছেন, সম্প্রতি তিনি পুলিশের কাছে তাঁর নিরাপত্তার ব্যবস্থা করার আর্জি জানিয়েছিলেন। অপারেশন ব্লু স্টার বার্ষিকীর বিরুদ্ধে সরব ছিলেন তিনি। এজন্যই শর্মা নিরাপত্তার আর্জি জানিয়েছিলেন।

শিবসেনা এই হিন্দু নেতার হত্যার নিন্দা করেছে। এক বিবৃতিতে তারা বলেছে, একের পর এক হিন্দুত্ববাদী নেতা হত্যার ঘটনা থেকে স্পষ্ট যে, পঞ্জাবে সন্ত্রাসবাদ ফের মাথাচাড়া দিচ্ছে। শক্তহাতে পঞ্জাবের ক্যাপ্টেন অমরিন্দর সিংহ সরকার পরিস্থিতি মোকাবিলা করতে না পারলে  অতীতের মতো রাজ্য সন্ত্রাসবাদের অন্ধকারে ফিরে যাবে বলেও সতর্ক করেছে শিবসেনা।