আগ্রা: তাজমহলকে ঘিরে বিতর্ক এখনও চলছে।

গতকাল দুটি হিন্দু সংগঠন তাজমহলে ঢুকে শিব চালিশা গেয়েছে। তাদের দাবি, আসলে এই সৌধ তেজো মহল, ভগবান শিবের মন্দির।

এর ফলে এলাকায় উত্তেজনা তৈরি হয়, পুলিশ আটক করে অভিযুক্তদের।

ওই যুবকরা রাষ্ট্র স্বাভিমান দল ও হিন্দু যুব বাহিনী নামে দুটি সংগঠনের সদস্য। সিআইএসএফ কর্মীরা তাদের স্থানীয় পুলিশের হাতে তুলে দেন। লিখিতভাবে ক্ষমা চাওয়ার পর তাদের ছেড়ে দেওয়া হয়েছে বলে খবর।

সপ্তাহখানেক আগে বিজেপি বিধায়ক সঙ্গীত সোম মন্তব্য করেন, তাজমহলের ভারতের ইতিহাসে কোনও জায়গা নেই কারণ তা বিশ্বাসঘাতকদের তৈরি। এ নিয়ে বড়সড় বিতর্ক হয়, বিজেপিও দাবি করে, সোমের মন্তব্য একেবারেই তাঁর নিজস্ব চিন্তাভাবনা প্রসূত, তার সঙ্গে দলের কোনও যোগ নেই। এরপরেও বিজেপি সাংসদ বিনয় কাটিয়ার মন্তব্য করেন, তাজমহল আসলে তেজো মহল, শিব মন্দির।

আগ্রার পর্যটন সংক্রান্ত নানা প্রকল্প পর্যালোচনা করতে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বৃহস্পতিবার তাজমহলে আসবেন। যদিও রাজ্য সরকারের পর্যটন সংক্রান্ত পুস্তিকায় তাজমহলের উল্লেখ নেই।