ম্যাঙ্গালুরু: 'লাভ জেহাদে'র ফাঁদে পা দেওয়া চলবে না। ১৫ দিনের সচেতনতা শিবির খুলে কর্নাটকের ম্যাঙ্গালুরুতে এই প্রচারে নামল বিশ্ব হিন্দু পরিষদ, বজরং দল ও দুর্গাবাহিনী। শ্রী লক্ষ্মী নারায়ণ মন্দির থেকে লাভ জেহাদ বিরোধী প্রচার মিছিলও করে তারা। মিছিলে ছিলেন ভিএইচপি-র অস্থায়ী সভাপতি এম বি পুরানিক, বজরং দলের আহ্বায়ক শারন পাম্পওয়েল।
হিন্দুত্ববাদী সংগঠনগুলির অভিযোগ, মুসলিম যুবকরা হিন্দু মেয়েদের প্রেমের ফাঁদে জড়িয়ে বিয়ে করে ধর্মান্তরিত করছে। এভাবে ইসলামের প্রসার ঘটানোই উদ্দেশ্য তাদের। এর বিরুদ্ধে তাদের কর্মীরা জেলার কলেজে কলেজে, অফিসে এমনকী বাড়ি বাড়ি গিয়েও প্রচার চালাবে, প্রচারপত্র বিলি করবে বলে জানায় উদ্যোক্তারা।হিন্দু ঘরের মেয়েরা যাতে লাভ জেহাদের শিকার না হয়, সেজন্য সচেতনতা ছড়াতে প্রতিটি ওয়ার্ডে কর্মসূচি নেওয়া হবে।
উদুপিতে গত বছরের ২৬ নভেম্বর হিন্দু ধর্মগুরু, মঠ প্রধান ও ভিএইচপি নেতাদের নিয়ে অনুষ্ঠিত ধর্ম সংসদেও ধর্মান্তরণ প্রসঙ্গে আলোচনা হয়েছে। আরএসএস প্রধান মোহন ভাগবতের ভাষণেও উঠে এসেছিল বিষয়টি। তিনি বলেছিলেন, লাভ জিহাদ-এর সম্ভাব্য শিকারদের রক্ষা করতে তাদের কাছে যাওয়া প্রয়োজন।