নয়াদিল্লি: আজ দুপুরে দিল্লির যন্তরমন্তরে ঢাকঢোল পিটিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জন্মদিন পালন করতে চলেছে দক্ষিণপন্থী সংগঠন হিন্দু সেনা। এই গৈরিক সংগঠন মার্কিন প্রেসিডেন্টকে ‘মানবতার রক্ষাকর্তা’ আখ্যা দিয়েছে।


এই জন্মদিন অনুষ্ঠানে হাজির থাকার আমন্ত্রণ ইতিমধ্যেই জানিয়েছেন হিন্দু সেনা। এই সংগঠন নিজেদের ‘হিন্দু স্বার্থরক্ষায় অলাভজনক স্বাধীন প্রতিষ্ঠান’ হিসেবে দাবি করে।

ট্যুইটারে আমন্ত্রণ পোস্ট করে হিন্দু সেনার জাতীয় সভাপতি বিষ্ণু গুপ্তা বলেছেন, ‘আগামী ১৪ জুন মানবতার রক্ষা কর্তা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জন্মদিন উদযাপন অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি’।

ওই ট্যুইটের সঙ্গে ট্রাম্পের শৈশবের একটি ছবি পোস্ট করা হয়েছে। অনুষ্ঠানে কী হবে, তা অবশ্য জানানো হয়নি। তবে ট্রাম্পের একটি ছবির প্রদর্শনী থাকবে বলে জানানো হয়েছে।

গত বছরও ট্রাম্পের জন্মদিন পালন করেছিল এই সংগঠন। গতবারের মতো এবারেও থাকতে পারে সুসজ্জিত কেক।

উল্লেখ্য, আমেরিকায় প্রেসিডেন্ট নির্বাচনের আগে গত বছর মে মাসে রিপাবলিকান দলের প্রার্থী ট্রাম্পের জয়ের কামনায় যজ্ঞ যন্তরমন্তরেই করেছিল হিন্দু সেনা।