মাল্লাপুরম:  কেরলের মাল্লাপুরমের এক হিন্দু মন্দিরে মুসলিম সম্প্রদায়ের জন্যে ইফতার পার্টির আয়োজন করা হল। প্রসঙ্গত, প্রতিবছর ওই মন্দিরে বার্ষিক মূর্তি প্রতিষ্ঠার অনুষ্ঠান হয়। সেই অনুষ্ঠান উপলক্ষেই এবছর এই ইফতার পার্টির আয়োজন করা হয়। সেখানকার স্থানীয় মানুষের কথায় দেশে বর্তমানে যে অস্থির পরিস্থিতি রয়েছে, তারমধ্যে সাম্প্রদায়িক সম্প্রীতির এক আদর্শ নিদর্শন এই উদ্যোগ।


 

কেরলের মাল্লাপুরম জেলার ভেতিচিরাতে লক্ষ্ণী নরসিংহ মুর্তি বিষ্ণু মন্দিরে আয়োজন করা এই অনুষ্ঠানের। মন্দিরে আয়োজিত ইফতার পার্টিতে দুই সম্প্রদায় থেকে প্রায় চারশো মানুষ এসেছিলেন। গত ২৪ মে এই ইফতার পার্টি হয়।

ওই মন্দিরের অন্যতম সদস্য কে.পি.বাইজু জানান, প্রতিবছরই মন্দির কক্ষে মূর্তি প্রতিষ্ঠা উপলক্ষে এলাকার বাসিন্দাদের ভোগ বিতরণ করা হয়। এবছর রমজান মাস চলায়, মন্দির কর্তৃপক্ষ এই অভিনব উদ্যোগ নিলেন। মূলত দুই সম্প্রদায়ের মানুষই অনুষ্ঠানে অংশ নিয়ে আনন্দ করেছেন এবং সাম্প্রদায়িক সম্প্রীতির এক সুন্দর উদাহরণ তৈরি করেছেন।

যেহেতু মন্দির কক্ষে ইফতার পার্টির আয়োজন করা হয়েছিল, তাই সমস্ত খাবারই নিরামিষ ছিল।

প্রসঙ্গত, বিষ্ণু মন্দিরের বর্তমান অবস্থা খুবই খারাপ। গতবছর রমজান মাসে মন্দির সংস্কার করে নতুন করে বিষ্ণু মূর্তি স্থাপন করা হয় সেখানে। সেসময় মন্দিরের সংস্কারের জন্যে অর্থদান করেছিল এলাকার বহু মুসলিম বাসিন্দারা। সেকথাই মনে রেখে আজ তাঁদের কাছে টেনে নিলেন মন্দিরের হিন্দু সদস্যরা।